কৃষক আন্দোলনে এবার সামিল হলেন ভারতীয় বক্সার বিজেন্দর সিং

নিউজ ডেস্কঃ কৃষক আন্দোলনে এবার সামিল হলেন ভারতীয় বক্সার বিজেন্দর সিং।আর আন্দোলনে সামিল হয়ে তিনি সাফ জানিয়ে দিলেন কেন্দ্র যদি কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার না করে তবে তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরুস্কার ফিরিয়ে দেবেন।শুরু থেকেই ভারতীয় বক্সার বিজেন্দর সিং কৃষক বিক্ষোভকে সমর্থন করে এসেছেন।কৃষকদের পাশে আছেন বলে বারবার স্যোশাল মিডিয়ায় বারবার জানিয়েছেন হরিয়ানার এই বক্সার।এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে মোদি সরকারকে উদ্দেশ্য করে তাকে বলতে দেখা গিয়েছে কৃষকরাই সব তৈরী করবে আর তারাই সবকিছু থেকে বঞ্চিত হবে এটা ঠিক নয় তাদের দাবি না মেনে নিলে সরকারকেই অসুবিধায় পড়তে হবে।কারণ সরকারকে মানুষই গড়ে অন্যপথে হাটলে সরকারের পতন অবস্যম্ভাবী।
এবার আন্দোলনেই যোগদান করলেন ভারতীয় এই বক্সার। হরিয়ানা দিল্লি সিঙ্ঘু সীমান্ত এলাকায় রবিবার কৃষকদের সাথে আন্দোলনে যোগদান করেন তিনি।আর সেখানেই তিনি বলেন,’এই আইন যদি কেন্দ্র প্রত্যাহার না করে কেন্দ্র তবে আমি খেলরত্ন পুরুস্কার ফেরত দেবো।কোনো ভারতীয় খেলোয়াড়ের জীবনে যা সর্বোচ্চ সম্মান।’এরপর কৃষকদের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, ‘পাঞ্জাবে ট্রেনিংয়ের সময় আমি তাদের হাতের রুটি খেয়েছি। আর এখন তারা ঠাণ্ডায় কষ্ট করে দিনযাপন করছে। তাদের কষ্টের সময় তাদের পাশে দাড়াতে এসেছি।হরিয়ানার অনেক ক্রীড়াবিদ এই বিক্ষোভে সামিল হতে চাইলেও তাদের সরকারী চাকরির কারণে তারা আসতে পারেনি কিন্তু তারা জানিয়েছেন তারা কৃষকদের পাশেই আছেন।’২০১৯ সালে দক্ষিণ দিল্লিতে কংগ্রেসের হয়ে ভোটে দাড়ালেও বিজেপির রমেশ বিধুরির কাছে হারতে হয় তাকে।এবার কৃষক আন্দোলনে যোগদান করে খেলরত্ন পুরুস্কার ফেরত দেবেন বলে জানালেন তিনি।তবে ইতিমধ্যে অনেক ক্রীড়াবিদ পুরুস্কার ফিরিয়ে দিয়েছেন।গুরুবাক্স সিং সান্ধু,কৌর সিং এছাড়া অর্জুন জয়পাল সিং পুরুস্কার ফেরানোর দাবি তোলেন।