
নিউজ ডেস্কঃ স্যোস্যাল মিডিয়ার দৌলতে রোজ নানান ভিডিও ভাইরাল হচ্ছে।মানুষ থেকে পশু পাখি কোনো কিছুই বাদ যায় না স্যোস্যাল মিডিয়ায় ভাইরাল হতে।তবে এবারের ভিডিও একেবারেই আলাদা।সম্প্রতি স্যোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি গরুর ভিডিও।
এতদিন জেনে এসেছেন গরু থাকে গোয়ালঘরে।কিন্তু এবার স্যোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে একটি গরু সেগুন কাঠের বিছানায় শুয়ে আছে তাও আবার যে সে ঘরে নয় সেটি।সম্পুর্ন এসি চালানো একটি ঘরে খাটের উপর শুয়ে রয়েছে গরুটি।
আর তার মালকিন পরম আদরে তার মাথায় ও শরীরে হাত বুলিয়ে দিচ্ছে।এমন একটি ভিডিও স্যোস্যাল মিডিয়ায় আসার সাথে সাথে মুহূর্তে ভাইরাল হয়েছে। ব্যাপক হারে ছড়িয়ে পরা এই ভিডিও দেখে নেটজনতা প্রশংসায় পঞ্চমুখ।যদিওবা কেউ কেউ গরুর এমন ভাগ্য দেখে আক্ষেপের সুর উগরে দিয়েছেন।