আজকের রাশিফল: ২০মার্চ ২০২১ দেখে নিন দিনটি আপনার কেমন কাটবে?

মেষ :
দিনটি ভালো কাটবে। ব্যবসায়ীরা ভালো লাভের মুখ দেখবেন।বাবা মায়ের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সাথে সম্পর্কে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হবে।ছোট্ট খাটো ভুল ভ্রান্তি নিয়ে অবহেলা করবেন না।নতুন সম্পত্তি ক্রয় করার সুযোগ আসবে।গৃহে নতুন আসবাবপত্র আসবে।
বৃষ :
পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।ব্যবসায় বিনিয়োগ করুন।আজ দুরে কোথাও ভ্রমণ করতে পারেন। প্রেমিকার ভালোবাসা পাবেন।সারপ্রাইজ উপহার পাবেন।আজ আপনি বড় কোন সুযোগ পেতে পারেন।যা হাতছাড়া করা যাবেনা। বন্ধুদের সাথে দুরে কোথাও ঘুরতে যাবেন।
মিথুন:
ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা ভালো নয়। চাকুরীজীবিদের কর্মক্ষেত্রে ভালো দিন যাবে।সংসারে সুখে দিন যাবে।স্বাস্থ্য দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে।
কর্কট :
বিবাহিত জীবনে সুখ শান্তিতে ব্যাঘাৎ ঘটবে।আর্থিক উন্নতি হবে।স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি ভালো কাটবে তবে অসুস্থ বোধ করলে ডাক্তারের পরামর্শ নিন।বাড়িতে আত্মীয় আগমন।নতুন আসবাবপত্র কেনার সম্ভাবনা।ছোটদের নিয়ে ঘুরতে যাবেন।বাবা মায়ের সম্পত্তির ভাগ পাবেন।উটকো ঝামেলা আসতে পারে তবে সব মিটিয়ে নিতে পারবেন।
সিংহ :
দিনটি সবদিক দিয়ে ভালো। আর্থিক উন্নতি হবে।পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বাচ্চাদের সাথে বেশি সময় কাটান। ওদের উপহার দিন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।চাকুরীজীবিদের জন্য দিনটি ভালো নয়।স্বাস্থ্য বিষয়ে দিনটি ভালো কাটবে।সর্দি,গ্যাস,অম্বল ও মাথাব্যাথা হতে পারে। ডাক্তারের পরামর্শ নিয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
কন্যা :
আর্থিক ভাবে ভালো কাটবে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে।প্রেম এ বাধা দুর তৈরী হবে।বাড়িতে পুজো আর্চা হবে।স্বাস্থ্য ভালো যাবে।অযথা দুঃচিন্তা করবেন না।আজ চাকরিজীবিদের প্রমোশন হবে।ব্যবসায়ীরা বিনিয়োগে মন দিতে পারেন।তবে তাড়াহুড়ো করে কোন কাজ করতে যাবেন না।তাতে সব কাজ বিগড়ে যেতে পারে।ঠান্ডা মাথায় সমস্ত কাজ করুন সাফল্য আসবেই।
তুলা :
দিনটি ভালো কাটবে।গৃহে অতিথি সমাগম ঘটবে। সন্তানের পড়াশোনা বিষয়ে মনোযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি খারাপ দিন হতে চলেছে। চাকুরিজীবিদের জন্যে দিনটি ততটা ভালো দিন নয়। সাবধানে কাজ করুন নয়তো বসের রাগান্বিত হওয়ার সম্ভাবনা। পেটের ব্যামো ও মাথার ব্যামো হতে পারে। ডাক্তারের পরামর্শ নিন।
বৃশ্চিক :
দিন ভালো কাটবে।পরিবারের সাথে পুরোনো ঝামেলা থাকলে মিটে যাবে।ব্যায় করবেন নিজের সামর্থ্য বুঝে।চাকুরী জীবিদের জন্য দিনটি ততটা ভালো নয়।ধৈর্য্য নিয়ে কাজ করতে বলা হচ্ছে।নাহলে সব কাজে বাধা আসতে পারে।গৃহে পূজাআর্চা করা শুভ।
ধনু :
আজকের দিনটি ভালো হতে চলেছে।চাকুরীজীবিরা ছোট খাটো ভুল থেকে শিক্ষা নিন।ছোট্ট ছোট্ট ভুল উপেক্ষা করে রাগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্য মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়ে উন্নতি হবে।দূরে ঘুরতে যাওয়ার সুযোগ।প্রেমিকার কাছ থেকে ভালো উপহার পেতে পারেন।গৃহে নতুন অতিথি সমাগম।
মকর :
প্রেমের সমস্ত বাধা দূর হবে। প্রিয় কোন জায়গায় যেতে পারেন। আর্থিক ভাবে দিনটি ভালো যাবে।উপহার পাবেন।বাড়িতে পুজো আর্চার পাশাপাশি সুখ শান্তি বজায় থাকবে।গৃহে নতুন আসবাবপত্র আসবে।পুরোনো জমি উদ্ধার হবে।প্রশংসিত হবেন।
কুম্ভ :
প্রতিটি চেষ্টা সফল নাও হতে পারে।চেষ্টার ত্রুটি রাখবেন না। ব্যবসায়ীরা আর্থিক লেনদেন করতে পারেন। আর্থিক ভাবে ভালো থাকবেন না ধার দেনার জ্বালায় পরবেন।পরিবারের মধ্যে ঝামেলা থাকলে তা মিটে যাবে।সবার প্রতি সংযমী হন।
মীন :
পারিবারিক শান্তি বজায় থাকবে।স্বাস্থ্য দিক দিয়ে দিনটি ভালো কাটবে।গৃহে হঠাৎ করে অতিথি আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো।সঙ্গীর সাহচর্য পাবেন। অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে বাঁধা আসলেও তা কাটিয়ে উঠতে পারবেন।