আজকের রাশিফল:আজ ২৬ এপ্রিল ২০২১।দেখে নিন আজকের দিনটি আপনার কেমন কাটবে।

মেষ :
গৃহে নতুন অতিথি আগমন। বাবা মায়ের চোখে ভালো থাকবেন।আজ আপনি সারপ্রাইজ পেতে পারেন।দুরে ভ্রমণের যোগ আছে।আজ ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবোঝি হতে পারে। আপনি যদি চাকরিজীবি হন তবে আজ আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা।স্বাস্থ্য ভালো কাটবে।
বৃষ :
নিজের দিকে বিশেষ খেয়াল রাখুন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।অফিসে ভালো দিন কাটবে।স্বাস্থ্য ভালো থাকবে। সন্তানের পড়াশোনা বিষয়ে চিন্তা কমবে। আর্থিকভাবে ভালো দিন কাটবে।নতুন গাড়ি ক্রয় করতে পারেন।ঋণ হতে পারে।
মিথুন :
আজকের দিনটি ভালো যাবে।ব্যবসায়ীদের জন্য ভালো দিন।অফিসে বসের প্রশংসা পাবেন।সংসারে সুখ শান্তি বজায় থাকবে।স্বাস্থ্য দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাবে।মায়ের সম্পত্তির ভাগ পাবেন।অযথা কোন বিবাদে জড়িয়ে না যাওয়াই আজকের জন্য ভালো হবে।
কর্কট :
পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।বিবাহিত জীবনে ছোটখাটো অশান্তি লেগে থাকবে।চারিদিকে ভালো পরিবেশ থাকবে।আর্থিক উন্নতিতে বাধা দূর হবে।স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি ভালো।চোখের অসুবিধা হতে পারে ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ :
দিনটি সবদিক দিয়ে ভালো। আর্থিক উন্নতি হবে। চাকুরীজীবীদের জন্য দিনটি ততটা ভালো নয়।আজ আপনাকে ভেবে চিন্তে কোন সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। ব্যবসায়ীরা আর্থিক লাভবান হবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে।স্বাস্থ্য বিষয়ে দিনটি ভালো কাটবে।
কন্যা :
আপনি যদি ব্যবসায়ী হন তবে আজকের দিনটি আপনার বেশ শুভ হতে চলেছে।অফিসে আজ আপনি বসের প্রশংসা পাবেন। সহকর্মীদের পরামর্শ নিন। আপনি যদি ঠিকমতো কাজ করেন তবে আপনার কাজ আপনাকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে।আজ গৃহে কোন অনুষ্ঠানের সম্ভাবনা আছে।বাড়িতে অতিথি আগমন ঘটবে।
তুলা :
দিনটি ভালো কাটবে। জীবনসঙ্গী আজ আপনাকে ভালো কোনো দামি উপহার দিতে পারেন ।মন ভালো থাকবে।বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে দায়িত্ব নিয়ে কাজ করবেন।মা বাবার আশীর্বাদ পাবেন।স্বাস্থ্য ভালো থাকবে।সন্তানের পড়াশোনা বিষয়ে চিন্তিত হবেন। ঘুরতে যেতে পারেন।
বৃশ্চিক :
দিন ভালো কাটবে।অতিরিক্ত অর্থ আয় করবেন। চাকুরীজীবীরা অফিসে বসের মন জয় করতে পারবেন না।প্রতিটি কাজে বাধা আসবে।তবে তা কাটিয়ে উঠবেন।ব্যবসায়ীদের অর্থ উপার্জন বেড়ে যাবে এই সপ্তাহে।ধৈর্য্য নিয়ে কাজ করুন।স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু :
দিনটি ভালো কাটবে।ব্যবসায়ীরা ভালো ফল পেতে পারেন।স্বাস্থ্য মোটামুটি ভালো কাটবে।সর্দি কাশির উপদ্রব হতে পারে। বাড়িতে পুজাপাঠ হবে।স্বর্নের ব্যবসায়ীরা লাভবান হবেন।যারা চাকরির পরিক্ষার জন্য প্রতিযোগিতামূলক পরিক্ষায় অংশগ্রহণ করছেন।তারা আরো বেশি করে জোর দিন সমস্ত বিষয়ে।অযথা কিছু বিষয়ে হয়রানি বাড়বে।
মকর :
গৃহে হঠাৎ অতিথি আগমন। পুরোনো সম্পত্তি উদ্ধার হতে পারে।সময়টা ভালো যাবে। পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা।আর্থিক ভালো যাবে।বড় কোন সুযোগ আসতে পারে যা আপনার জীবনের চাকা ঘুরিয়ে দেবে।বড়দের আশীর্বাদ পাবেন।স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ :
দিনটি ভালো কাটবেনা।প্রতিটি চেষ্টা বাধা তৈরী হবে। আত্মবিশ্বাস বেড়ে যাবে। ব্যবসায়ীরা আর্থিক লেনদেন করার জন্য আজ খুব ভালো দিন।বড়দের সাথে হঠাৎ কোথাও ঘুরতে যাবেন। বান্ধবীর সাথে মনোমালিন্য ঘটবে। পরিবারের মধ্যে ভালো দিন কাটাবেন।
মীন :
ভালো দিন কাটবে।পারিবারিক শান্তি বজায় থাকবে।গৃহে হঠাৎ কোন নতুন অতিথি আগমন।বড় কোন রোগের মুখোমুখি হতে পারেন।তবে তা কাটিয়ে উঠবেন দ্রত।কাঠের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চাইলে দিনটি বেশ শুভ।পার্টনারশিপের ব্যবসা যারা করেন তাদের জন্য দিনটি লাভবান দিন হতে চলেছে।