আজকের রাশিফল:আজ ২৮ এপ্রিল বুধবার।দেখে নিন আজকের দিনটি আপনার কেমন কাটবে ?

মেষ:
আজ আপনি প্রতিকূলতার মূখোমুখী হতে পারেন।একাগ্রতা নিয়ে কাজ করুন।একটু আসতর্ক হলে কাজে বিঘ্ন ঘটার সম্ভাবনা।আর্থিক ভাবে ভালো থাকবেন।সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন।
বৃষ:
অফিসের পরিবেশ ভালো থাকবে।সহকর্মীদের সাথে মন দিয়ে কাজ করবেন।পড়াশোনা করলে মনোযোগ না দিতে পারলে টিভি ও মোবাইল থেকে দুরে থাকুন।কাঠের ব্যবসায়ীরা ভালো ফল পাবেন।জীবনসঙ্গীর মন বুঝে চলতে হবে।
মিথুন:
কর্মক্ষেত্রে আজ আপনার ভালো দিন হতে চলেছে।আপনি ব্যবসা করলে আজ আপনার পার্টনারশিপ ব্যবসায়ে অনেক প্রফিট হবে।অফিসে বসের সাথে ভালো ব্যবহার পাবেন।মনোযোগ দিয়ে কাজ করতে বলা হচ্ছে।আজকের দিনটি স্বর্ন ব্যবসায়ীদের জন্য খুবই শুভ।পিঠে ব্যাথা ও গ্যাস অম্বল হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
কর্কট:
চাকরীজীবিদের প্রফিট হবে।প্রোমোশনের সম্ভাবনা। ব্যবসায়ীরা আমদানি ও রপ্তানি সংক্রান্ত কাজে যুক্ত থাকলে আজ প্রফিট হবার সম্ভাবনা। জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে।ভাই বোনেদের সাথে সময় ভালো কাটাবেন।
সিংহ:
আজ আপনি বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাবেন।আজ একটু ঘুরতে যাবার সময় পেতে পারেন।চাকুরীজীবিদের
প্রমোশনের সম্ভাবনা।বসের প্রশংসা পাবেন।বাড়ির পরিবেশ শান্ত থাকবে।
কন্যা:
আজ আপনার ব্যাস্ততার মধ্য দিয়ে দিন কাটবে অফিসে। কাজের ব্যাস্ততা থাকলেও শান্তভাবে কাজ করতে বলা হচ্ছে।পরিবারের শান্তি বজায় থাকবে।পুরোনো সম্পত্তি উদ্ধার হলেও এর পাশাপাশি পুরোনো চিন্তা মাথায় আসতে পারে। ব্যবসায়ীদের প্রফিট হবে। জীবনসঙ্গীর সাথে ঝামেলা এড়িয়ে চলুন।
তুলা:
অর্থনৈতিকভাবে আজকের দিন ভালো।পুরোনো অর্থ প্রাপ্তি ঘটবে।আর্থিক সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে নিলে আপনার বড় উদ্বেগ শ্রীঘ্রই দুর হবে। জীবনসঙ্গীর সাথে ভালো দিন কাটবে।পারিবারিক বিষয়ে আপনার জীবনসঙ্গীর ভালো পরামর্শ পাবেন।
বৃশ্চিক:
অফিসে যদি বস আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় তবে আপনি তা মনোযোগ দিয়ে করুন।পারিবারিক ঝামেলা হতে পারে।তবে মিটমাট হয়ে যাবে।কাঠের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।শারীরিক পীড়া দেখা দিলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
ধনু:
ক্লান্তি ও মানসিক চাপের কারনে শারিরীক সমস্যা হতে পারে। বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।নেতিবাচক চিন্তা থেকে দুরে থাকুন।আর্থিক বড় সাফল্য পেতে পারেন।স্বর্ণ ব্যবসায়ীদের প্রফিট হতে পারে।কিন্তু রৌপ্য ব্যবসায়ীদের আজ প্রফিট না হওয়ার সম্ভাবনা।সর্দি ও কাশির উপদ্রব হতে পারে।
মকর:
আজ ব্যবসায়ে প্রফিট না হলে পরিকল্পনা পরিবর্তন করুন। চাকুরীজীবিদের সাধারণ দিন কাটবে।যারা চাকরির চেষ্টা করছেন তাদের প্রচেষ্টা বাড়াতে হবে।জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে।পারিবারিক শান্তি বজায় থাকবে।শারীরিক সুস্থ থাকবেন।
কুম্ভ:
আজকের দিনটি শুভ।আজ আপনার ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটবে।তাড়াহুড়ো করে গুরুত্বপূর্ণ কাজ করতে বারন করা হচ্ছে।ধীরে সুস্থে নির্দিষ্ট কাজ করুন।জীবনসঙ্গীর সাথে মনোমালিন্য চল্লে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে তা মিটমাট করে নিন।মাথাব্যথা হতে পারে।
মীন:
আজকের দিন আপনার ভালো কাটবে।চাকরিক্ষেত্রে পদোন্নতি হবে।ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন।তবে তাড়াহুড়ো করবেন না।ব্যাক্তিগত জীবনে সমস্যা দেখা দিয়ে বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে।স্বাস্থ্য ভালো থাকবে।আর্থিক অবস্থা মোটামুটি থাকবে।