নিউজ
আগামী সপ্তাহে মধ্যেই ভারতে আসছে আরও ৩ রাফাল যুদ্ধবিমান

নিউজ ডেস্কঃ লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর সংঘর্ষের পর পরই ভারত ফ্রান্স থেকে ৩৬ টি রাফায়েল বিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। যে বিমানগুলি কিনতে খরচ পড়বে ৫৯০০০কোটি টাকা।বায়ুসেনার শক্তি বাড়াতে ইতিমধ্যে ৫টি রাফায়েল জেট বিমান চলে এসেছে।
আগামী ৫ ই নভেম্বর আরো ৩ টি রাফায়েল জেট আসতে চলেছে ভারতে। পাঞ্জাবের আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে ঐ ৫ টি রাফায়েল বিমান এসে পৌঁছেছে। ১৭নম্বর স্কোয়ার্ডেনে ঐ ৫ টি বিমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে ফ্রান্সেই ট্রেনিংয়ের জন্যে ৭টি বিমান ব্যবহার করে ফেলেছেন বায়ুসেনার পাইলটরা।জানা গিয়েছে আগামী বছরের এপ্রিলের দিকে আরো ১৬ টি রাফায়েল যুদ্ধবিমান ভারতে এসে পৌঁছোবে।