স্কুলে হঠাৎ করেই হচ্ছিল করােনা পরীক্ষা আর তাতেই করােনা সংক্রমণ ধরা পড়ে ৩৯ জন পড়ুয়া ও ৫ কর্মীর, তারপরেই ১০ দিনের জন্য স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত

কাশ্মীরের বুদগাম জেলার স্কুলে হঠাৎ করেই হচ্ছিল করােনা পরীক্ষা, যাতে ৫৮৪জনের করোনা টেস্ট করা হয়।আর তাতেই ৩টি আলাদা আলাদা স্কুলের মােট ৩৯ জন পড়ুয়ার করােনা রিপাের্ট পজিটিভ আসে। নগ্রাম এলাকার হাফ্রো বাটাপােরা একটি সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের। ৩৩ জন পড়ুয়া ও ৪জন শিক্ষা কর্মী করােনা সংক্রমণ ধরা পড়ে।তারপরেই ১০ দিনের জন্য স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।পড়ুয়াদের করােনা সংক্রমণের খবর পাওয়ার পরই তাদের পরিবারের সদস্যদের করােনা পরীক্ষা করা হবে বলে জানানাে হয়েছে।
বাহওয়ার একটি অনাথ আশ্রমে করােনা পরীক্ষা চলছিল। সেখানে ৬জনের সংক্রমণ ধরা পড়ে তারপর অনাথ আশ্রমটি ৫দিনের জন্য বন্ধ ছিল।এছাড়া বুদগাঁও এলাকার দিল্লি পাবলিক স্কুলের এক শিক্ষাকর্মী করােনা আক্রান্ত হন। স্কুলের দুই কর্মীর শরীরে করােনা সংক্রমণ ধরা পড়ার পর পরীক্ষা হয় এবং তাতে ওই ব্যক্তি করোনা পজিটিভ হন। তাই স্কুল ৫দিনের জন্য বন্ধ ছিল।স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সহায়তায় স্কুলের শিক্ষক ও অশিক্ষা কর্মীদের টিকাকরণ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে,যা তিন দিনে শেষ হবে।বুধবারই নুরানি পাবলিক স্কুলের প্রাইমারি ক্লাসের ৩৬ জন শিক্ষার্থী এবং অনন্তনাগ জেলার একটি সরকারি হাই স্কুলের ১৪ জন পড়ুয়ার করােনা সংক্রমণের খবর মিলেছে।এভাবে পড়ুয়াদের মধ্যে করােনা ছড়িয়ে পড়ায় স্কুলগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।