ক্রোয়েশিয়াতে ঘটে গেলো ভয়াবহ ভূমিকম্প, ভূমিকম্পের মাত্রা ছিলো৬.৪, দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বছর শেষের আগেই বড়সড় বিপর্যয়।মঙ্গলবার ক্রোয়েশিয়াতে ঘটে গেলো ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো৬.৪।সমগ্র ক্রোয়েশিয়াতো বটেই পাশাপাশি প্রতিবেশী দেশ হার্জেগোনিভা,বসনিয়া,সার্বিয়া প্রভৃতি দেশেও ভূমিকম্প অনূভুত হয়েছে বলেই জানা গিয়েছে।
ভূমিকম্পের এপিসেন্টার ক্রোয়েশিয়ার জাগ্রেবের ৪৬ কিলোমিটার দক্ষিণ পূর্ব স্থানে।প্রথম ভূমিকম্প সোমবার হলেও মঙ্গলবার আবার কেপে ওঠায় ধ্বংসের স্তুপে পরিনত হয়েছে অধিকাংশ বাড়িঘর।ভোররাতে গোটা শহরবাসী যখন ঘুমিয়ে ছিলেন, তখন এই ভূমিকম্প হওয়ায় আহত হয়েছেন বহু মানুষ।
A massive earthquake has just rocked Croatia, with the town of Petrinja suffering the worst damage: pic.twitter.com/smsa4cWHq8
— Seb Starcevic (@SebStarcevic) December 29, 2020
আচমকা ভূমিকম্প তারমধ্যে ঘুমিয়ে থাকার কারণে অনেকেই কিছু বুঝে উঠার আগেই ধ্বংসস্তুপের ভেতরে পরে গিয়ে প্রান হারিয়েছে বলেই সূত্রের খবর।টুইটারে শেয়ার করা এই ভিডিও দেখে অনেকেই আঁতকে উঠেছেন।আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে।