ICDS Anganwadi Recruitment – রাজ্যে একের পর এক নিয়োগ দুর্নীতি সামনে আসছে। নিয়োগ দুর্নীতির মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ (ICDS Anganwadi Recruitment) নিয়ে এক বিরাট বড় ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত দপ্তরে ১ লক্ষ ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাটির পরে সমস্ত চাকরি প্রার্থীদের মনে হাসি ফুটে উঠেছে। আর হাসি ফোটার কথাই, কারন দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যে কোনো বড় নিয়োগ হয়নি। এতোদিন পর রাজ্যে কোনো বড় নিয়োগ হতে চলেছে তাই সমস্ত চাকরি প্রার্থীরা আনন্দিত।
করোনাকাল থেকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এক প্রকার বন্ধ ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তেমন কোন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এর ফলে রাজ্যের সমস্ত দপ্তরে হাজার হাজার কর্মীর প্রয়োজন। এবার এইসব শূন্যপদ পুরণ করতেই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ (ICDS Anganwadi Recruitment) করা হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সমস্ত দপ্তরের নিয়োগ (ICDS Anganwadi Recruitment) হতে যাচ্ছে।
আরও পড়ুন – ICDS Question Paper 2023 – ডাউনলোড করে নিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্রশ্নপত্র ২০২৩.
ICDS Anganwadi Recruitment 2023.
বিভিন্ন দপ্তরে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ (ICDS Anganwadi Recruitment) করা হবে। এই শূন্যপদগুলি হল-
১) প্রাথমিক শিক্ষক – প্রাইমারিতে ১১ হাজার শুন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
২) আপার প্রাইমারিতে – আপার প্রাইমারিতে আবারো নতুন করে ১৪ হাজার ৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
৩) ICDS অঙ্গনওয়াড়ি – সমগ্র পশ্চিমবঙ্গ থেকে ICDS অঙ্গনওয়াড়ি পদে ৯৪০০ জন কর্মী নিয়োগ (ICDS Anganwadi Recruitment) করা হবে।
৪) গ্রুপ ডি – গ্রুপ ডি পদে ১২০০০ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
৫) রাজ্য পুলিশে – রাজ্য পুলিশে ২০ হাজার শুন্য পদে নিয়োগ করা হবে।
৬) স্টাফ নার্স – রাজ্যে ৭০০০ স্টাফ নার্স নিয়োগ করা হবে।
৭) চিকিৎসক – রাজ্যে ২০০০ চিকিৎসক নিয়োগ করা হবে।
সব মিলিয়ে রাজ্যের সমস্ত দপ্তরে মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা।
এখানে পদ অনুযায়ী সমস্ত যোগ্যতাতেই কর্মী নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি থেকে শুরু করে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি সহ আরো বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন বিভিন্ন দপ্তরে নিয়োগের (ICDS Anganwadi Recruitment) জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
খুব দ্রুতই সমস্ত দপ্তরে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু করে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। যে সমস্ত চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের অপেক্ষার দিন এবার শেষ হতে চলেছে। কারন দীর্ঘ কয়েক বছর পর সব থেকে বড় নিয়োগ হতে চলেছে। তাই স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীদের মনে খুশির হাওয়া বইছে।
আরও পড়ুন – Primary TET certificate – ২০১৭ টেট পরীক্ষা উত্তীর্ণকারীদের এক নতুন সুখবর দিল পর্ষদ!