WB Voter SIR Draft Roll Download – জেলা পোর্টাল থেকে প্রকাশিত হল খসড়া ভোটার তালিকার, দেখেনিন কাদের নাম বাদ গেল

WB Voter SIR Draft Roll Download – পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। গত ডিসেম্বরের ৪ তারিখেই শেষ হয়েছে রাতে ২০২৫ এর এস আই আর ক্যাম্প। যার প্রকাশিত হবার কথা ছিল ডিসেম্বরের ৯ তারিখ। কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন মারফত জানানো হয়েছে তা প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর। তবে খসড়া তালিকা (WB Voter SIR Draft Roll PDF) প্রকাশের আগেই কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে সেই আপডেট সামনে এনেছে।
রাজ্যের বিভিন্ন জেলার আলাদা আলাদা লিস্ট বার হয়েছে অবৈধ ভোটারদের। ফলে এখন আর অপেক্ষা করতে হবে না 16ই ডিসেম্বর পর্যন্ত। তার আগেই নিচের দেওয়া লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন এই বাত পাড়া ভোটার তালিকায় আপনার নাম ও আছে কিনা। পড়তে থাকুন।
কেন বাদ গেল নাম?
এই তালিকায় শুধু নামই নয়, কোন কারণে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, সেই কারণও স্পষ্টভাবে উল্লেখ থাকছে। কমিশনের রিপোর্ট অনুযায়ী, এস আই আর ক্যাম্পগুলি থেকে কারোর তথ্য অসম্পূর্ণ, দ্বৈত নাম, স্থানান্তর, মৃত্যু বা অন্যান্য প্রশাসনিক কারণ পাওয়া গেছে, সেগুলির ভিত্তিতে কিছু ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কিভাবে দেখবেন তালিকা?
ভোটারদের সুবিধার্থে এই বাদ পড়া ভোটারদের তালিকা জেলার অফিসিয়াল পোর্টালে আপলোড করা হচ্ছে। সাধারণত এই লিস্টগুলো বিধানসভা অনুযায়ী ভাগ করা এবং অনেক ক্ষেত্রে Google Drive লিঙ্কের মাধ্যমে দেওয়া হচ্ছে। তালিকা দেখতে হলে ভোটারদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতে হতে পারে। স্মার্টফোন থাকলেই খুব সহজে বাড়িতে বসে এই তথ্য যাচাই করা সম্ভব।
| ক্রমিক নং | জেলার নাম | বাতিল ভোটার লিস্ট |
|---|---|---|
| ১ | কোচবিহার (Cooch Behar) | Draft Roll Download |
| ২ | আলিপুরদুয়ার (Alipurduar) | Draft Roll Download |
| ৩ | জলপাইগুড়ি (Jalpaiguri) | Draft Roll Download |
| ৪ | দার্জিলিং (Darjeeling) | Draft Roll Download |
| ৫ | কালিম্পং (Kalimpong) | Draft Roll Download |
| ৬ | উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) | Draft Roll Download |
| ৭ | দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) | Draft Roll Download |
| ৮ | মালদা (Malda) | Draft Roll Download |
| ৯ | বীরভূম (Birbhum) | Draft Roll Download |
| ১০ | মুর্শিদাবাদ (Murshidabad) | Draft Roll Download |
| ১১ | নদীয়া (Nadia) | Draft Roll Download |
| ১২ | উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) | Draft Roll Download |
| ১৩ | দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) | Draft Roll Download |
| ১৪ | কলকাতা (Kolkata) | Draft Roll Download |
| ১৫ | হাওড়া (Howrah) | Draft Roll Download |
| ১৬ | হুগলি (Hooghly) | Draft Roll Download |
| ১৭ | পূর্ব বর্ধমান (Purba Bardhaman) | Draft Roll Download |
| ১৮ | পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) | Draft Roll Download |
| ১৯ | বাঁকুড়া (Bankura) | Draft Roll Download |
| ২০ | পুরুলিয়া (Purulia) | Draft Roll Download |
| ২১ | পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) | Draft Roll Download |
| ২২ | পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) | Draft Roll Download |
| ২৩ | ঝাড়গ্রাম (Jhargram) | Draft Roll Download |
নাম না থাকলে কি করবেন?
নির্বাচন কমিশন জানিয়েছে, যদি কোনো ভোটারের নাম খসড়া তালিকায় (WB Voter SIR Draft Roll 2025) না থাকে বা বাদ পড়া তালিকায় থাকে, তাহলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কমিশনের তরফ থেকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে, যার মধ্যে সংশ্লিষ্ট ভোটাররা দাবি ও আপত্তি (Claim & Objection) জানাতে পারবেন। প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। ভোটার দের পরামর্শ দেওয়া হচ্ছে—নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন এবং নিজের ভোটাধিকার সুরক্ষিত রাখতে সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিন।



