OMG ! হেলমেট-মাস্ক-চশমা পরে স্কুটিতে চড়ছে এক কুকুর, সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল সেই ভিডিও

OMG ! হেলমেট-মাস্ক-চশমা পরে স্কুটিতে চড়ছে এক কুকুর, সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল সেই ভিডিও

নিউজ ডেস্কঃ বর্তমানে বাইক আরোহীদের আমরা হেলমেট,মাস্ক, সানগ্লাস পরেই দেখতে পাই।কিন্তু কোনো পোষ্য কুকুরকে কি কখনও হেলমেট,মাস্ক, সানগ্লাস পরে দেখেছেন কেউ ? শুনতে অদ্ভুত মনে হলেও এটাই সত্যি।সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনি এক স্বাস্থ্য সচেতন কুকুরের একটি ভিডিও সামনে এসেছে।বর্তমান সময়ে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া মানেই এক মনোরঞ্জনের জায়গা।কোনো নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে এলেই তা দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়।অবাক করা এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি,ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরালও হয়েছে।

Advertisement

ওই ভিডিওটিতে দেখা গিয়েছে একটি কুকুর মাথায় হেলমেট, চোখে সানগ্লাস এবং মুখে মাস্ক পরে স্কুটির পেছনে উঠে বসেছে।আর তারপরেই কালো রঙের হেলমেট পরিহিত এক চালক স্কুটিটি চালাতে শুরু করেন।তারপরেও কুকুরটিকে চুপচাপ পেছনের সিটে বসে থাকতে দেখা যায়। রীতিমত মানুষকে নকল করেই স্কুটির আরোহী হয়ে গিয়েছে ওই পোষ্য কুকুরটি।তবে তার এই অদ্ভুত সাজই বেশি মন কেড়েছে নেটিজেনদের।বর্তমানে নেটমাধ্যমে এই ভিডিওটি সুপারহিট।নেটিজেনরা সকলেই ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।হু হু করে লাইকের সংখ্যাও বাড়ছে।
কেউ কেউ আবার নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

Advertisement

Sunita Mallick

আমি সুনিতা মল্লিক গত কয়েক বছর ধরে আমি সকালের বার্তা নিউজ পোর্টালের সাথে যুক্ত আছি যেখানে আপনাদের জন্য ভাইরাল নিউজ ও ইন্টারটেনমেন্ট নিউজ আমি লেখালেখি করে থাকি, আশা করি আমার লেখাগুলো আপনাদের ভাল লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

Related Articles