মানুষ নয় বরং গরু-ঘােড়ার সঙ্গে সেক্স করে অদ্ভুত নজির গড়লেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি

সেক্স বা যৌনতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরােনাে, এবং সার্বজনীন একটি ব্যাপার। আর এই যৌন বিকৃতির অদ্ভুত নজির গড়লেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি।মানুষ নয় বরং গরু ও ঘােড়ার সঙ্গে সেক্স করতেন এই ব্যক্তি।নিউজিল্যান্ডের বাসিন্দা রিচার্ড ম্যাকনায়ের নিজেরই পােষা গরুর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়।গরু ও ঘােড়ার সঙ্গে অনৈতিক কাজ করে এবার বেকায়দায় পড়লেন তিনি।
একটি ছােট ঘােড়ার সঙ্গেও একই কাজ করে ওই ব্যক্তি এবং সেই সময়ে গােটা ঘটনাটি নিজেই ভিডিও রেকর্ড করে সে। এরপর রিচার্ড সেই ভিডিওটি অনলাইন একটি পর্ন ওয়েবসাইটে আপলােড করে। পুলিশ সেই খবর পেয়ে রিচার্ডের বাড়িতে তল্লাশিতে যায়। কিন্তু সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। তার বাড়িতে প্রায় ২০ হাজার শিশু ও পশুর পর্ন ছবি পাওয়া যায়।পুলিশ এটা ভেবেই অবাক যে এত পর্ন ছবি কী করে তার বাড়িতে এল। এই ঘটনার জেরে রিচার্ডকে গ্রেফতার করে পুলিশ।স্থানীয় একটি আদালত রিচার্ডকে পাঁচ বছর তিন মাসের সাজা দিয়েছে।