Aadhaar Ration Link – রেশন কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ নথি। বর্তমানে রেশন কার্ডের মাধ্যমে আমরা রেশন সামগ্রী পাওয়ার সঙ্গে সঙ্গে এই কার্ডকে আমরা আধার কার্ড ভোটার কার্ডের মত একটি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু সরকারের নতুন নির্দেশ মতো এই কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশন কার্ডটি।বেশ কিছু মাস ধরেই অভিযোগ আসছিল যে বিভিন্ন সময় বিভিন্ন মৃত ব্যক্তির রেশন কার্ড দিয়ে তার খাদ্য সামগ্রী তোলা হচ্ছে।
এছাড়াও অযোগ্য ব্যক্তি নিম্ন শ্রেণীর মানুষদের জন্য যে বিশেষ সুবিধা রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড পেয়ে যাচ্ছেন। অথবা রেশন কার্ডে বিভিন্ন সময় চলছে বিভিন্ন কারচুপি। এই কারচুপি রুখতে সরকার বেশ কিছুদিন আগেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Aadhaar Ration Link) করা বাধ্যতামূলক করে দিয়েছে।
Aadhaar Ration Link Last Date.
Aadhaar Ration Link জন্য নির্ধারিত শেষ দিন ছিল 2023 -এর 30 জুন। তবে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই তারিখ বাড়িয়ে করা হয়েছে 2023 সালের 30 সেপ্টেম্বর। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই কাজ 30 সেপ্টেম্বরের আগে শেষ করতে হবে। এটি বাধ্যতামূলক করা সব থেকে বড় কারণ হলো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হলে আধার কার্ডের সমস্ত ডেটা রেশন কার্ডের চলে আসবে।
যার ফলে কোন ব্যক্তি তার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খাদ্য সামগ্রী তুলতে পারবে না। যে কারণে কোন ভাবেই কোন মৃত ব্যক্তির খাদ্য সামগ্রী আর কেউ কারচুপি করে তুলতে পারবে না। এছাড়াও আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসায় প্রত্যেকের সামাজিক যোগ্যতা সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা পাওয়া যাবে। ফলে কোন অযোগ্য ব্যক্তি রেশন কার্ডের বিশেষ বিশেষ কোন সুবিধা পাবেন না। এছাড়াও বর্তমানে রেশন কার্ডে অনেক কারচুপি করা হয়। সেই কারচুপি রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিংক (Aadhaar Ration Link) হলে আর করা যাবে না।
যদিও বহু আগেই রেশন ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালই কনভার্ট করা হয়েছিল এই সমস্ত কিছু কারচুপি বন্ধ করার জন্য। বর্তমানে আপনি রেশন সামগ্রী তোলার সঙ্গে সঙ্গেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনি মোট কতটা খাদ্য সামগ্রী পাবেন তার একটি এসএমএস চলে আসে। যার ফলে আপনার রেশন ডিলার আপনাকে কোনমতেই কম খাদ্য সামগ্রী কম দিতে পারবে না। এছাড়া যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খাদ্য সামগ্রী তোলা যাবে না তার ফলে যে কেউ আপনার খাদ্য সামগ্রীতে কারচুপি করতে পারবে না।
আরও পড়ুন – Close Bank account – বন্ধ হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, হাতে আর এক মাস, তাড়াতাড়ি করুন এই কাজ।