Aadhar card new rules – আধার কার্ড নিয়ে নতুন নিয়ম জারি কেন্দ্রের। উপকৃত হবেন দেশের কোটি কোটি জনগণ। বর্তমানে আধার কার্ড ভারতীয়দের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। রেশনের থেকে শুরু করে ব্যাংক একাউন্টে পর্যন্ত এখন আধার লিঙ্ক (Aadhar card link) থাকতে হয়, এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প এবং চাকরির জন্য আবেদন করতেও আধার কার্ড থাকা বাধ্যতামূলক। আর এই বহুমুখী ব্যবহারের জন্যেই আধার কার্ডের নিরাপত্তা এবং ব্যবহারের সুবিধা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই নতুন চারটি নিয়ম তৈরি করেছে কেন্দ্রীয় সরকার।
১. সম্পর্কের পরিচয় নতুনভাবে উল্লেখ
আগে আধার কার্ডে কার্ডধারীর নামের পাশে বাবা-মা, স্বামী বা স্ত্রীর নাম উল্লেখ থাকত। এখন সেই পুরনো নিয়ম পরিবর্তন করে নতুনভাবে “Care of” (C/O) ব্যবহারের নির্দেশ জারি হয়েছে। উদাহরণস্বরূপ, মহিলাদের ক্ষেত্রে পিতা বা স্বামীর নামের পরিবর্তে “C/O” যুক্ত করা হবে। এই পদক্ষেপটি সম্পর্কের নিরপেক্ষতা বজায় রাখতে এবং আধুনিক মান অনুযায়ী পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করবে।
২. ফিঙ্গারপ্রিন্টের বিকল্প আইরিস স্ক্যানিং
অনেক সময় বয়সজনিত, শারীরিক বা আঘাতের জন্য মানুষের ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না। এই সমস্যা সমাধানে এবার ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও চোখের আইরিশ স্ক্যানিং এর ব্যবস্থা থাকছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চোখের মণির ছবি তুলে আধার ভেরিফিকেশন করা হবে। আইরিশ স্ক্যানিং বায়োমেট্রিকের মতোই তথ্য সংরক্ষণের একটি নিরাপদ ও কার্যকর এবং নির্ভুল একটি পদ্ধতি।
৩. আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে
নতুন নিয়মে কেন্দ্র এও ঘোষণা করেছে যে যাঁরা এখনও আধার কার্ডের তথ্য আপডেট করেননি, তাঁদের আরো বেশ কিছুদিন সুযোগ দেওয়া হল। এখন আধার আপডেটের (Aadhar card new rules) সময়সীমা ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এটি ফ্রি আপডেটের সুযোগ, যা সঠিক নথি জমা দেওয়ার উপর নির্ভর করবে। এই তারিখ পেরিয়ে গেলে কার্ড আপডেট করা যাবে, কিন্তু ৫০ টাকা দিতে হবে প্রতি কার্ডের জন্য।
৪. সীমিত পরিবর্তনের সুযোগ
সরকার নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডে তথ্য পরিবর্তনের সংখ্যার একটি নির্দিষ্ট লিমিট স্থির করেছে।
১. ঠিকানা পরিবর্তন একবারের বেশি করা যাবে না।
২. নাম পরিবর্তনের ক্ষেত্রেও একবারের বেশি অনুমতি দেওয়া হবে না।
৩. এই নিয়মে আধার ব্যবস্থার স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা আরও বাড়বে।
Aadhar card new rules বিশেষ ছাড়ের ব্যবস্থা
আসাম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। এই রাজ্যের বাসিন্দাদের জন্য আধার রাজ্য সরকারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। এছাড়া, ৮০ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্যও বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
এই নিয়মে কতটা উপকার হবে?
নতুন নিয়মের ফলে আধার ব্যবস্থাপনার নিরাপত্তা এবং কার্যকারিতা আরও জোরদার হবে। সাধারণ নাগরিকদের জন্য এটি আরও স্বচ্ছ এবং ব্যবহারবান্ধব পরিচয়পত্র হিসাবে কাজ করবে। তাই যাঁরা এখনও আধার কার্ড আপডেট করেননি, তাঁরা দ্রুত অনলাইনে বা নিকটস্থ আধার সেবা কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন। সময়মতো আধার কার্ড আপডেট (Aadhar card new rules) না করলে ভবিষ্যতে রেশন, ব্যাংক পরিষেবা এবং সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।