Aashram 3 actress tridha choudhury: ‘আশ্রম’ ওয়েব সিরিজ খ্যাত ‘ববিতা বৌদি’ ওরফে ত্রিধা চৌধুরীকে চেনেন না এমন মানুষ হয়ত নেই।আশ্রম ওয়েব সিরিজের জনপ্রিয়তার পর ত্রিধা চৌধুরীকে নতুন প্রজন্মের প্রায় সবাই চেনেন।টলিউড ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অভিনয় করে গোটা ভারতবর্ষের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী ত্রিধা চৌধুরী।
২০১৩ সালে অভিনয় দুনিয়ায় নিজের কেরিয়ার শুরু করেন ত্রিধা চৌধুরী। প্রথমে বাংলা ছবি দিয়েই কাজ শুরু করেছিলেন তিনি। এরপর তিনি পাড়ি জমান বলিউডে। সেখানেও বেশ সাফল্য পান তিনি। স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘তহলিজ’ এ দেখা গিয়েছিল ত্রিধা চৌধুরীকে।শুধুমাত্র হিন্দি ও বাংলাই নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও নিজের জলবা দেখিয়েছেন ত্রিধা। তামিল, মালয়ালম ও তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখা যায় গিয়েছে তাঁকে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজের “মিশর রহস্য”তেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।এছাড়াও অ্যামাজন প্রাইম ভিডিওজ এর জনপ্রিয় শো ‘ব ব্যান্ডিটস’ এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ত্রিধা চৌধুরী।তবে পরিচালক প্রকাশ ঝা এর আশ্রম ওয়েব সিরিজে অভিনয় করার পর থেকে অভিনেত্রী ত্রিধার জনপ্রিয়তা উল্লেখ্যযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে (Aashram 3 actress tridha choudhury) ।
View this post on Instagram
হিন্দি ওয়েব সিরিজ “আশ্রম” এ ববিতা বৌদি চরিত্রে অভিনয় করেছেন ত্রিধা।এই সিরিজে তাঁর চরিত্রটি বেশ বোল্ড। আর দুরন্ত অভিনয় দক্ষতা দিয়ে চরিত্রটির সঙ্গে মানিয়েও গিয়েছেন তিনি। মাত্র কিছুদিনের মধ্যেই ত্রিধার ‘ববিতা’ চরিত্রটি জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে।ওয়েব সিরিজটিতে বেশ বোল্ড অবতার দেখা গিয়েছে ত্রিধাকে। নিজের এই অবতারে নেটিজেনদের দিওয়ানা করে দিয়েছেন এই বাঙালি অভিনেত্রী।
ওয়েব সিরিজটির মূল চরিত্রে অভিনয় করছেন ববি দেওল। তাঁর অভিনীত চরিত্র কাশীরাম বাবার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে।ববি দেয়ালের সাথে ত্রিধার অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্ত লক্ষ লক্ষ নেটিজেনের রাতের ঘুম উড়িয়েছে, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।সম্প্রতি প্রকাশিত আশ্রম ৩ তেও ত্রিধা চৌধুরীর অভিনয় আলোড়ন সৃষ্টি করেছে।আশ্রম ওয়েব সিরিজের প্রতিটি সিজনেই ত্রিধার (Aashram 3 actress tridha choudhury) অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শকরা।
বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরী সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন।তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। তা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রচুর। ত্রিধার প্রত্যেক ছবিতেই প্রচুর লাইক ও ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা।এই অভিনেত্রী বরাবর তার সাহসী মানসিকতার জন্য সোশ্যাল মিডিয়াতে সুপার ট্রেন্ডিং হয়ে ওঠেন।
View this post on Instagram
এই অভিনেত্রী মাঝেমাঝেই অন্তরঙ্গ মুহূর্তের সিনে নিজেকে যেমন সঁপে দেন, তেমনি কখনো আবার সোশ্যাল মিডিয়াতে ছোটখাটো পোশাক পরে বা সাহসী পোজে ছবি তুলে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন।
অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে টক অফ দ্যা টাউন হয়ে ওঠে। আসলে অভিনেত্রীর ফ্যানেরা ছবিতে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বয়ে দেন। তাই তো ছবি পোস্ট করলেই দাবানলের মতো তা ইন্টারনেটের আনাচে কানাচে ছড়িয়ে যায়। সম্প্রতি অভিনেত্রী তাঁর বিকিনি লুকে (Aashram 3 actress tridha choudhury) বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যা দেখে রাতের ঘুম উড়েছে নেটিজেনদের।
সুইমিংপুলের নীল জলে হলুদ বিকিনি পরে ববিতা বৌদির লাস্যময়ী রূপে হয়তো বাবা নিরালাও নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।এছাড়াও ত্রিধা চৌধুরী সম্প্রতি আর একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গেছে ত্রিধা চৌধুরী (Aashram 3 actress tridha choudhury) এক হাতে ফোন আর অন্য হাতে ওয়াইনের গ্লাস। অভিনেত্রীকে ফোন থেকে মিরর সেলফি তুলতে দেখা যায়। ত্রিধাকে তার চেহারা সম্পূর্ণ করতে হালকা মেকআপ দিয়ে চুল বাঁধতে দেখা গেছে। এই ছবি পোস্ট করতেই তাতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন ফ্যানেরা।