
নিউজ ডেস্কঃ অভিনেতা রাহুল রায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন।গত ২৬ নভেম্বর ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে বেশ কিছুদিন তিনি মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন।কার্গিলে শ্যূটিং করতে গিয়ে অসুস্থ বোধ করেন তিনি সাথে সাথেই তাকে মুম্বাইয়ে এনে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।পরিচালক নিতিন কুমার গুপ্তা অভিনেতার ডিসচার্জের খবর প্রকাশ করেন।পরিচালক গুপ্তা মুম্বাই মিররকে জানিয়েছেন, ‘ডাক্তাররা রাহুলকে সোমবার ডিসচার্জ করতে চেয়েছিলেন কিন্তু বেশ কিছু কাগজপত্রের কাজ বাকি থাকায় সময় লেগেছে।রাহুলের বোন পরদিন রাহুলকে বাড়িতে নিয়ে গিয়েছে।’পরিচালক গুপ্তা আরো জানিয়েছেন,’আর কিছুদিন রাহুলের স্পিচ থেরাপি চলবে কারণ ব্রেন স্ট্রোকের কারনে তার বাঁকশক্তির উপর কিছুটা প্রভাব পড়েছে।’
সোমবার রাহুল নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি তার বোন ও বোন জামাইয়ের কাঁধে ভর দিয়ে দাড়াতে পেরেছেন।অন্যদিকে রাহুলের বোন একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন তার দাদা একটু একটু করে সুস্থ হয়ে উঠছে।ফ্যানেদের উদ্দেশ্য করে তিনি বলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা ও আশীর্বাদ সবসময় পাশে ছিলো।