Fingerprint – কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ফিঙ্গারপ্রিন্ট এর সাহায্যে মোবাইলের লক খোলা যাবে ?

Fingerprint – বর্তমানে আমরা মোবাইলে সিকিউরিটির জন্য বিভিন্ন ধরনের লক ইউজ করে থাকি, তাদের মধ্যে অন্যতম হলো প্যাটার্ন পাসওয়ার্ড ফেস লক ফিঙ্গারপ্রিন্ট লক (Fingerprint) ইত্যাদি। এর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় এবং সিকিয়োর লকটি হল ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) লক। কিন্তু এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কোন মানুষ যদি মারা যায় তাহলে কি তার আঙ্গুল দিয়ে ফি তার ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) ওপেন করা যাবে?

Advertisements

আমরা জানি যে প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) আলাদা আলাদা হয়। কোন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কোন মানুষের মিল থাকে না। যার ফলে এটি সবচেয়ে সিকিউরিটি যুক্ত। এমনকি আমরা দেখেছি আমাদের শরীরের বদলেও আমাদের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের অ্যাটেনডেন্সের জন্য আঙ্গুলের ছাপ বা Fingerprint অর্থাৎ বায়োমেট্রিক নেওয়া হয়। বোঝা যাচ্ছে আঙ্গুলের ছাপ কতটি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন – SBI Account Rules – স্টেট ব্যাংক এ্যাকাউন্ট থাকলে অবশ্যই এক্ষুনি করুন এই কাজটি !

কিন্তু এবারে প্রশ্ন হল কোন ব্যক্তি মারা গেলে তার আঙুল দিয়ে কি তার ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) এর মাধ্যমে ফোন খোলা সম্ভব। এর উত্তর দিতে গেলে আপনাদের বিস্তারিতভাবে বুঝাতে হবে। মারা যাওয়ার পর কিছুক্ষন এটি কাজ করলেও কিছুক্ষণ পর থেকে এটি আর কাজ করবে না। কারণ একজন ব্যক্তি মারা যাওয়ার কিছুক্ষণ পর থেকে তার শরীরে একটু একটু করে পচন ধরতে শুরু করে। তাছাড়াও তার শরীরে আর কোনরকম গতিপ্রকৃতি থাকে না। কারণ মোবাইলে সেন্সর গুলিতে শুধুমাত্র আঙুলের বহিরা আবরণী আঙ্গুলের ভেতর রক্ত সঞ্চালনের গতি প্রকৃতি ওপরও তা নির্ভর করে। কিন্তু কোন মানুষ মারা গেলে তার শরীর আর কাজ করে না তা নিউরনগুলিও কাজ করা থেমে যায় যার ফলে তার ফিঙ্গারপ্রিন্ট আর কাজ করবে না।

Advertisements

এবারে আপনার মনে আরো একটি প্রশ্ন আসতে পারে ধরুন কোন মানুষ অজ্ঞান অবস্থায় রয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) এর মাধ্যমে ফোন খোলা সম্ভব? এর উত্তর হ্যা অবশ্যই সম্ভব, কারণ সে কোমায় চলে গেলেও, তার শরীরে রক্ত চলাচল হচ্ছে এবং তার নিউরনগুলি সক্রিয়। তাছাড়া তার শরীরে কোন প্রকার পচন ধরবে না। এর ফলে খুব সহজে এমনি অবস্থায় আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করা যাবে।

তবে এরপরও যদি আপনার এই নিয়ে কোন সন্দেহ থাকে, তাহলে আপনি নিঃসন্দেহে এই বিষয়টি একবার ট্রাই করে দেখতে পারেন। এবং এধরনের আরো তথ্য পেতে হলে আমাদের ওয়েবসাইটকে অবশ্যই ফলো করতে পারেন।

আরও পড়ুন – West Bengal News – বাংলায় ৭টি নয়া জেলা পেতে চলেছে! কী নাম দেওয়া হল নতুন জেলাগুলির ? জেনে নিন।

Advertisements
Join Join