মহারাষ্ট্র, দিল্লির পর এবার করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে আটদিনের জন্য পূর্ণ লকডাউনের এই রাজ্যে

গোটা দেশে থাবা বসিয়েছে করোনা। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বেশ কিছু রাজ্যে। পরিস্থিতি বিচার করে করোনার সংক্রমণের উপর লাগাম টানতে আটদিনের লকডাউন ঘোষণা করল হেমন্ত সোরেনের সরকার। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন আগামী ২২ এপ্রিল সকাল ৬ টা থেকে ২৯ এপ্রিল সন্ধে ৬টা পর্যন্ত লকডাউন জারি করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে৷এই এক সপ্তাহের লকডাউনকে স্বাস্থ্য সুরক্ষা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ থাকবে বলে জানিয়েছে সরকার।
ধর্মীয় স্থানগুলিও খোলা থাকলেও ভক্তদের ভেতরে যাওয়া নিষেধ। ছাড় দেওয়া হয়েছে খনি, কৃষি ও নির্মাণের সঙ্গে যুক্ত কাজগুলিকে।মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন আমি সকলের কাছে আবেদন করব সব নির্দেশ মেনে চলুন।ঝাড়খণ্ডে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪৭৭। শেষ ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৪৬৭ । রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮,০১০ এবং রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,৩৩, ৪৭৯।এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে করোনা ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে ২৮ লাখ ৭ হাজার ৮৯৩ ডোজ।