পেট্রোল, ডিজেল ও জ্বালানি গ্যাসের দামের পর এবার এপ্রিল থেকে ২০% বাড়তে চলেছে ওষুধের দাম!বিস্তারিত জেনে নিন।

পেট্রোল,ডিজেল ও জ্বালানি গ্যাসের পর এবার বাড়তে পারে ওষুধের দাম(Medicine Price Hike)।আগামী এপ্রিল মাস থেকেই বাড়তে পারে ওষুধের দাম।জাতীয় ফার্মাসিউটিক্যালস প্রাইসিং কতৃপক্ষ মোতাবেক জানানো হয়েছে যে,সরকার ওষুধ প্রস্তুতকারীদের পাইকারি মূল্য সূচকে(Whole sale price Index)০.৫ শতাংশ হারে বাড়ানোর অনুমতি দিয়েছে।অ্যান্টিবায়েটিক, পেনকিলার,কার্ডিয়াক, অ্যান্টিনোফ্লাটিভ সহ সমস্ত ওষুধের দাম এপ্রিল মাস থেকে ২০শতাংশ বেড়ে যেতে পারে।
ওষুধ প্রস্তুতকারীদের দাবি আগের থেকে ওষুধ উৎপাদনে ব্যায় বেড়েছে ১৫-২০শতাংশ। অন্যদিকে সরকার ওষুধ প্রস্তুতকারকদের বার্ষিক পাইকারি মূল্য সূচকের(WPI) ভিত্তিতে দাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে।গত শুক্রবার ওষুধের মূল্য নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি জানায়,পাইকারি এই মূল্য সূচকের বার্ষিক পরিবর্তনের হার ইতিমধ্যে সরকারি তরফে জানানো হয়েছে।সমস্ত দিক বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা ২০শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
মূলত করোনা মহামারীর জন্যে ওষুধের আমদানিতে প্রভাব পরেছে।ওষুধের জন্য ভারত যেখানে ৮০-৯০শতাংশ চিনের উপর নির্ভরশীল।সেখানে গত বছর করোনার জন্য ওষুধের সরবরাহে ব্যাঘাত ঘটায় দ্বিগুণ খরচা করে ওষুধ আমদানি করতে হয় ভারতকে।তবে বর্তমানে চিন ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে তাই ভারতকেও ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।