আবার চিন তৈরি করল ‘কৃত্রিম সূর্য’, যার তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াসের

নিউজ ডেস্কঃ চিনের দক্ষিণ পশ্চিম অঞ্চল সিচুয়ান প্রদেশে গত শুক্রবার সফলভাবে চালু করা হলো HL-2M টোকামাক পারমাণবিক চুল্লি।জানা গিয়েছে চুল্লিটি চিনের সবচেয়ে বৃহত্তম ও উন্নত পারমাণবিক ফিউশন পরীক্ষামূলক গবেষণা কেন্দ্র। এই চুল্লিকে ‘কৃত্রিম সূর্য’ বলা হচ্ছে কারন এই চুল্লিটির বিপুল পরিমাণ তাপ ও শক্তি উৎপাদন ক্ষমতা রয়েছে।জানা গিয়েছে এই চুল্লি ১৫০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াসের বেশি তাপ উৎপাদন করার ক্ষমতা রাখে। ২০০৬ সাল থেকে পারমাণবিক ফিউশন চুল্লির ছোট সংস্করন তৈরী করলেও এবার তার পূর্ণ সংস্করন তৈরী করে ফেল্লো চিন।
চিনের একটি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি কৃত্রিম সূর্য বানিয়ে ফেলাতে পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা অনেকগুন বেড়ে গেলো চিনের।কোনো সাধারণ পারমাণবিক চুল্লি নয় কৃত্রিম সূর্য।বিদ্যুৎ চুল্লিগুলিতে বা পারমাণবিক অস্ত্র এক্ষেত্রে ফিউশন পদ্ধতিকে কাজে লাগানো হয়। চিনের সংবাদমাধ্যম ডেইলি পিপলস এর প্রতিবেদনে বলা হয়েছে,’পারমাণবিক ফিউশন শক্তির বিকাশ যে শুধুমাত্র চিনের কৌশলগত শক্তির চাহিদার সমাধান করবে তা নয়,ভবিষ্যতে চিনের জ্বালানি ও জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য এটি তাৎপর্যপূর্ণ।তবে এই প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন।’কৃত্রিম সূর্য তৈরী করতে খরচ হয়েছে আনুমানিক ২২৫০ কোটি মার্কিন ডলার।