প্রস্তাবে রাজি হয়ে ‘হ্যা বলেন প্রেমিকা, সেই মুহূর্তে পা পিছলে ৬৫০ ফুট নিচে পড়ে যান

নিউজ ডেস্কঃ বিশ্বের যেকোনাে প্রান্তে প্রেম নিবেদন কিংবা বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটা সবসময় আবেগপূর্ণ হয়ে থাকে। তেমনই পর্বতের চূড়ায় উঠে আবেগপূর্ণ এক মুহূর্তে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক প্রেমিক, প্রস্তাবে রাজি হয়ে ‘হ্যা বলেন প্রেমিকা। ঠিক সেই রােমান্টিক মুহূর্তটা বিপর্যয়ের রূপ নেয়। পা পিছলে ৬৫০ ফুট নিচে পড়ে যান ওই তরুণী পরে তাকে ধরতে গিয়ে পড়ে যান প্রেমিকও। ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার ক্যারিন্থিয়ায়।
৩২ বছরের প্রেমিকাকে প্রেম নিবেদন করতে ফলকার্ট পর্বতে নিয়ে গিয়েছিলেন ২৭ বছরের প্রেমিক। তখন ওই তরুণী পাহাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই রােমান্টিক ক্ষণে পা পিছলে ওই তরুণী ৬৫০ ফুট নিচে পড়ে যান। কিন্তু নীচে পড়ে গেলেও বরফের স্তুপ থাকায় প্রেমিকা বেঁচে যান।প্রেমিকা পড়ে যাচ্ছে দেখে তাকে ধরার চেষ্টা করেন প্রেমিক, কিন্তু তাতে লাভ হয়নি। উল্টে তিনিও পা ফসকে নিচে পড়ে গিয়ে খাদের কিনার ধরে ঝুলতে থাকেন তিনি। প্রেমিকাটি বরফে পিছলাতে পিছলাতে এক হ্রদের ধারে এসে থামেন।
তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে এক ব্যক্তি। মাথায় সামান্য চোট ছাড়া তাঁর কিছুই হয়নি। কিনারে ঝুলে থাকা প্রেমিককে উদ্ধার করতে আনা হয় হেলিকপ্টার। মেরুদন্ডে চোট পেয়েছেন প্রেমিক।
এভাবে রােমান্টিক প্রস্তাব দেওয়া এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে চলন্ত নৌকায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় নৌকা থেকে জলে পড়ে যান প্রেমিক।