AIC MT Recruitment – কৃষি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ! শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন।

Advertisements

AIC MT Recruitment – দীর্ঘদিন ধরে কোন ভালো চাকরির খোঁজ করছেন কি? কিন্তু কোথাও নিয়োগ হচ্ছে না, তাই হতাশ হয়ে পড়েছেন কি? তবে এবার আপনার হতাশার দিন কাটতে চলেছে। কারন আমরা আজ আপনার জন্য একটি ভাল চাকরির সুখবর নিয়ে চলে এসেছি। ভারত সরকারের কৃষি দপ্তরের অধিনে বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগ (AIC MT Recruitment) করা হবে।

ভারত সরকারের কৃষি দপ্তরের অধিনে ইতিমধ্যেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ (AIC MT Recruitment) করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন পদ্ধতি কি, প্রার্থীর বয়স কত, আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তথ্য আলোচনা করা হল দেখে নিন।

Advertisements

আরও পড়ুন – Bandhan Bank Recruitment – পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্ধন ব্যাংকে নিয়োগ, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে।

কৃষি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ! (AIC MT Recruitment)

নিয়োগকারী সংস্থাভারত সরকারের কৃষি দপ্তর
শূন্যপদের নামManagement Traineel
আবেদনের শেষ তারিখআগামী ৯ জুলাই ২০২৩
মাসিক বেতন৬০ হাজার টাকা
AIC MT Recruitment
Advertisements

শিক্ষাগত যোগ্যতা | (Education Qualification).

কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে Management Traineel পদে কর্মী নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীকে যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে Agriculture Marketing / Agriculture Marketing & Cooperation/Agriculture Business Management / Rural Management এ অন্তত পক্ষে ৬০% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা | (Age Limit).

AIC MT Recruitment উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।তবে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন।

চাকরি প্রার্থীদের নিয়োগের পর প্রতি মাসে ৬০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। তবে পরবর্তীতে ধীরে ধীরে বেতনের পরিমাণ বাড়তে থাকবে।

কি ভাবে আবেদন করবেন জানুন | How to apply?

AIC MT Recruitment এক্ষেত্রে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলি হল-

  • ১) প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.aicofindia.com যেতে হবে।
  • ২) তারপর প্রার্থীদের একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ৩) এর পরবর্তীতে ওই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগইন করতে হবে। লগইন করার পর আবেদনের পেজটি খুলে যাবে।
  • ৪) সেখানে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করতে হবে।
  • ৫) আবেদনপত্রটি সম্পূর্ণ পুরণ করা হলে সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুস আপলোড করতে হবে।
  • ৬) এরপর আবেদনের ফি জমা দিতে হবে। আবেদন কি জমা দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট।

আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে সমস্ত নথিপত্র প্রয়োজন হবে সেগুলি হল-

  • ১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট।
  • ২) আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • ৩) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
  • ৪) আবেদনকারী সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার।
  • ৫) লেফট থাম ইম্প্রেশন।
  • ৬) নিজের হাতে লেখা সেলফি ডিক্লারেশন সার্টিফিকেট।

আবেদন মূল্য | Application Fee.

AIC MT Recruitment এই পদে আবেদন করার জন্য সাধারণ শ্রেনির চাকরি প্রার্থীদের ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে। আর SC, ST, OBC চাকরি প্রার্থীদের ২০০ টাকা আবেদন মুল্য দিতে হবে।

নির্বাচন প্রক্রিয়া – উক্ত পদের (AIC MT Recruitment) ক্ষেত্রে প্রার্থীদের দুটি পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। সর্ব প্রথম MCQ ভিত্তিক কম্পিউটার টেস্ট পরিক্ষা হবে। এই পরীক্ষায় পাস করলে তার পরবর্তীতে প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাস করা প্রার্থীদের চাকরিতে নিয়োগ করা হবে।

তবে আবেদন করার আগে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেবেন। চাকরি প্রার্থীদের সুবিধার্থে এর অফিসের নোটিফিকেশনের লিংকটি প্রতিবেদনের নিচে দেওয়া হল দেখে নিন। অফিসিয়াল নোটিফিকেশনটি হল এটি https://st.adda247.com/https://www.careerpower.in/blog/wp-content/uploads/2023/06/24113330/AIC-MT-Recruitment-Notification-2023.pdf

আরও পড়ুন – National Education Policy – শিক্ষকদের করা নিয়ম, ফাঁকি মারা হবে এবার বন্ধ।

Advertisements
Join Join