Advertisement

AIIMS কল্যাণীতে কর্মী নিয়োগ উচ্চমাধ্যমিক পাসে, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। AIIMS Kalyani Recruitment 2023.

Advertisement

AIIMS Kalyani Recruitment 2023 – আপনি কি একজন বেকার চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন কি? তাহলে আপনার জন্য বিরাট বড় একটি খুশির খবর রয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী এর পক্ষ থেকে কর্মী নিয়োগ (AIIMS Kalyani Recruitment 2023) করা হবে। Field Worker এবং Worker and LA Recruitment Laboratory assistant পদে কর্মী নিয়োগ করা হবে।অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি কি, প্রয়োজনীয় যোগ্যতা এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

AIIMS Kalyani Recruitment 2023
  • নিয়োগকারী সংস্থা:- অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী ( AIIMS Kalyani)-এর পক্ষ কর্মী নিয়োগ করা হবে।
  • শূন্যপদের নাম:- অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কল্যাণী ( AIIMS Kalyani)-এর পক্ষ থেকে Field Worker and 4 Laboratory assistant পদে নিয়োগ করা হবে।
  • মোট শূন্যপদ:- উভয় পদে একটি করে অর্থাৎ এখানে সব মিলিয়ে মোট দুটি শূন্যপদ রয়েছে।
নিয়োগকারী সংস্থাAIIMS Kalyani
শূন্যপদের নামField Worker and 4 Laboratory assistant
মোট শূন্যপদমোট দুটি শূন্যপদ
AIIMS Kalyani Recruitment 2023

Field Worker’ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা

‘Field Worker’ পদে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস এবং একটি স্বীকৃত প্রতিষ্ঠানে এক বছরের আইটিআই অভিজ্ঞতা বা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠানে বৃত্তিমূলক জাতীয় কাউন্সিল প্রশিক্ষণ ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে (B.Sc. ডিগ্রি তিন বছরের অভিজ্ঞতা হিসাবে গণ্য হবে)।

Advertisement
AIIMS Kalyani Recruitment 2023

আরও পড়ুন – মাধ্যমিক পাস যোগ্যতায় ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করুন।

Laboratory assistant পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা।

Laboratory assistant পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এছাড়াও একটি সরকারি বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকতে হবে এবং ATS সম্পন্ন করা থাকতে হবে।

বয়সসীমা – ‘ Field Worker’ পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 30 বছরের কম হতে হবে।আর Laboratory assistant পদে আবেদন করার জন্য 28 বছরের কম হতে হবে (আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন – Field Worker পদে প্রতিমাসে ২৪,৪৬২/- টাকা এবং Laboratory assistant পদে প্রতিমাসে ২১,৫৫০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি ( How To Apply AIIMS Kalyani Recruitment 2023 ).

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরিবইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১) আবেদন করার জন্য প্রথমে নির্দিষ্ট লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।
২) এরপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে।
৩) তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে যুক্ত করে পিডিএফ ফাইলে পরিণত করতে হবে।
৪) এরপর সেটি [email protected] তে ইমেইল করতে হবে।

AIIMS Kalyani Recruitment 2023

প্রয়োজনীয় ডকুমেন্টস ( Documents required for AIIMS Kalyani Recruitment 2023 ).

১)বয়সের প্রমাণপত্র,
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
৩) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট,

আবেদনের শেষ তারিখ ( Last Date of Apply AIIMS Kalyani Recruitment ).

আনেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ৬ মে, ২০২৩ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

আরও পড়ুন – উচ্চ মাধ্যমিকের পর এই বিষয় নিয়ে পড়লে, সহজে মিলবে চাকরি ?

নির্বাচন পদ্ধতি ( Selection process in recruitment ).

AIIMS কল্যাণীতে Field Worker এবং Laboratory assistant পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

FAQ regarding AIIMS Kalyani Recruitment

How To Apply AIIMS Kalyani Recruitment 2023?

Interested and eligible candidates can apply here directly through Email.

Documents required for AIIMS Kalyani Recruitment 2023

1) Birth Certificate, 2) Education Certificate, and 3) Experience Certificated.

Last Date of Apply AIIMS Kalyani Recruitment

6th May, 2023.

আরও কাজের খবর পড়ুন

Join Join