নিউজ
স্কুল খোলার আগে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের টিকাকরণ হবে

নিউজ ডেস্কঃ প্রতিবারই স্কুল খুলে সমস্যায় পড়েছে বরিস সরকার।স্কুল খোলার পর দেখা গিয়েছে সংক্রমন পূর্বের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে।সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার স্কুল খোলার আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র।
ভি.কে পল কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) আজ জানিয়েছেন স্কুল খোলার আগেই টিকা দেওয়া হবে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও তাদের পরিবারের সদস্যদের।এরপর টিকাকরনের আওতায় আনা হবে বারো থেকে আঠারো বছর বয়সী ছাত্র ছাত্রীদের।এরপর স্কুল খোলার বিষয়ে ভাবা হবে বলেই জানিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত উল্লেখ যে ইতিমধ্যে ভারতের হায়াদ্রাবাদের বায়োনটেকের সংস্থা ইতিমধ্যে ১২ থেকে ৬৫ বছর বয়সী ব্যাক্তিদের উপর পরিক্ষামূলকভাবে টিকাকরনের প্রথম দুটি পর্ব শেষ করে ফেলেছে যা ইতিবাচক হয়েছে বলেই দাবি তাদের।