ইংরেজিতে কথা বলে জীবিকা উপার্জন, এই ছোট্ট ছেলেটি, দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বাচ্চা ছেলে কিন্তু ভাগ্যের পরিহাসে আজ এই ছোট্ট বয়সেই সংসারের বোঝা টানতে হচ্ছে।সপ্তম শ্রেণীর এই ছাত্রটি সংসারের বোঝা টানতে ট্যুর গাইডের কাজ করে।তবে পড়াশোনা কিন্তু সে ছাড়েনি। কাজের সময়ের বাইরে যখন সময় পায় তখনই সে নিজের বই খাতা নিয়ে পড়তে বসে।এটুকু শুনে অনেকেই হয়তো ভাববেন কাজটা কি এমন কঠিন।কিন্তু কাজটা যতটা সোজা ভাবা হচ্ছে ততটা সোজা নয় বিদেশি পর্যটকদের বোঝাতে হলে নানান ভাষা আয়ত্ত করতে হয়।
আর সেখানে এই বালক অবলীলায় খুব সুন্দরভাবে ইংরেজিতে বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে পর্যটকদের বোঝাচ্ছেন।ভিডিও স্যোশাল মিডিয়ায় আসার পর থেকেই তাজ্জব বনে গিয়েছেন অনেকে।এতটুকু বাচ্চা ছেলে এত সুন্দর ইংরেজি বলা শিখলো কিভাবে।শুধু তাই নয় অভাবের তাড়নায় অন্যান্য অনেকেই খারাপ পথ বেছে নেয় কিন্তু এই বাচ্চা ছেলেটি যেভাবে সৎপথে রোজগার করে সংসার চালাচ্ছে তাতে প্রশংসায় পঞ্চমুখ নেট জনতার।তারা কুর্নিশ জানিয়েছেন এই বালককে।তবে এত সুন্দর ভাবে ইংরেজি বলা কোথায় শিখেছে বালকটি তা অবশ্য জানা যায়নি।