ভাইরাল
Girlfriend-এর উপর রাগ করে, সাইকেল তুলে নিজের মাথায় মারতে থাকে অষ্টম শ্রেণীর এক প্রেমিক, ভাইরাল ভিডিও

ভাইরাল নিউজঃ স্যোসাল মিডিয়ায় বিভিন্নরকম ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয় সেটা কম বেশি সকলেই জানি।কি নেই তাতে নাচ,গান থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন কর্মকাণ্ড ও আরো অনেক কিছুই।
তবে এবার যে ভিডিও ভাইরাল হলো তা দেখে অনেকেই অবাক।সম্প্রতি স্যোসাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে অষ্টম শ্রেণীর এক প্রেমিক ও তার প্রেমিকার মধ্যে তুমুল ঝগড়া চলছে।হঠাৎই প্রেমিক রাগে গড়গড় করতে করতে নিজেই নিজের গালে চড় মারতে থাকে।এতেই শেষ নয় এরপর তিনি রাস্তায় থাকা দুটো সাইকেল দুহাতে তুলে নিয়ে নিজের মাথায় আছাড় মারতে থাকে।এই ভিডিও প্রকাশ্যে আসতেই মূহুর্তে ভাইরাল হয়েছে।ইতিমধ্যে এই ভিডিও ১১ লক্ষ নেটজনতা দেখেও নিয়েছে।
https://www.facebook.com/100022715900219/videos/832742230826299/