Anganwadi Recruitment – এই জেলায় ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক কর্মী নিয়োগ ! এই নিয়োগের বিস্তারিত জানুন।

Advertisements

Anganwadi Recruitment – চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর! পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক পদে বিপুল শুন্যপদে কর্মী নিয়োগ (Anganwadi Recruitment) করা হবে। ইতিমধ্যেই শিশু বিকাশ আধিকারিক কার্যালয়ের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অষ্টম শ্রেণি ও মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগ করা হবে। কিভাবে, কারা আবেদন করবেন বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

শিশু বিকাশ আধিকারিক কার্যালয়ের তরফ থেকে এই নিয়োগ করা হবে। এখানে দুটি পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। দুটি পদ মিলিয়ে মোট ১২০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ১০ আগস্ট ২০২৩
অনলাইন আবেদনের শুরু হয়ে গিয়েছে। এই আবেদন ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।

Advertisements
  • ১) ICDS অঙ্গনওয়াড়ি কর্মী
  • ২) ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা।

আরও পড়ুন – Holiday – রাজ্যের ফের ছুটির ঘোষণা হতে চলেছে! শিক্ষা প্রতিষ্ঠান, অফিস সমস্ত কিছুই বন্ধ থাকবে।

শিক্ষাগত যোগ্যতা Anganwadi Recruitment -এর

এই দুটি নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। ICDS অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Recruitment) পদে আবেদন করতে হলে, প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যদিকে ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করতে হলে, প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে। এছাড়াও উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন (Anganwadi Recruitment) করতে পারবেন।

বয়সসীমা ও মাসিক বেতন

দুটি পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স ০১/০১/২০১৩ অনুযায়ী হিসেব করা হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
ICDS অঙ্গনওয়াড়ি পদের ক্ষেত্রে মাসিক ৯০০০-১২০০০ টাকা বেতন দেওয়া হবে। আর ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে ৩০০০-৬০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবেন?

এক্ষেত্রে প্রার্থীরা অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন। যেভাবে আবেদন করবেন-

১) প্রার্থীকে প্রথমেই www.hooghly.nic.in ওয়েবসাইটে যেতে হবে।
২) সেখানে গিয়ে আবেদনপত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।
৩) এরপর পূরণ করা আবেদনপত্রটির সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে দিলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

এই প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে।

  • ১) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র,
  • ২) বয়স সংক্রান্ত নথিপত্র,
  • ৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্ৰ,
  • ৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে),
  • ৫) সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি।

নিয়োগ প্রক্রিয়া

ICDS অঙ্গনওয়াড়িতে নিয়োগের (Anganwadi Recruitment) জন্য প্রার্থীদের দুটি ধাপে পরিক্ষা দিতে হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে পরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ৯০ নাম্বার থাকবে আর মৌখিক পরীক্ষা হবে ১০ নাম্বারের। অর্থাৎ প্রার্থীদের টোটাল ১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। মৌখিক ও লিখিত পরীক্ষার টোটাল নম্বরের ওপর প্যানেল তৈরি করে এই নিয়োগ করা হবে।

আরও পড়ুন – Snehaloy Housing Scheme – আবাস যোজনার কথা ভুলে যান, এই প্রকল্পে আবেদন করলেই ১ লাখ ২০ হাজার টাকা পেয়ে যাবেন বাড়ি করার জন্য।

Advertisements
Join Join