উলেন রায়ের পর ফের বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু।

নিউজ ডেক্স: উলেন রায়ের পর ফের বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু।তবে এবারের ঘটনাস্থল তুফানগঞ্জের অন্দরানফুলবাড়ি।তপশিলি জাতির ঐ বিজেপি কর্মীর নাম স্বপন দাস ওরফে লাল চাদ। অভিযোগ মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাকে।অভিযোগের তীর সম্পূর্ণ তৃনমূলের দিকে।আর একারনেই কাঠগড়ায় তৃনমূল। জানা গিয়েছে বুধবার সকালে অন্দরানফুলবাড়ির বালিকা বিদ্যালয়ের সাইকেল স্টান্ডে ঝুলন্ত অবস্থায় সর্বপ্রথম লাল চাদকে দেখেন এলাকাবাসী। তুফানগঞ্জ বিধানসভার অন্দরানফুলবাড়ির ১ নং অঞ্চলের ১৯২ নং বুথের বুথ কমিটির সদস্য ছিলেন শ্রী স্বপন দাস ওরফে লাল চাদ।তার দেহ ঝোলানোর কাজে দড়ির পরিবর্তে প্যান্ডেলের কাপড় ব্যবহার করা হয়েছে।দুটো পা সম্পূর্ণভাবে মাটিতে ঠেকে গিয়েছে বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
দেহের আশেপাশে প্রচুর রক্তের ছাপ ও জমাট বাঁধা চাপ চাপ রক্ত ছিলো।তাকে তৃনমূলের আশ্রিত দুস্কৃতিরা হত্যা করেছে বলেই অভিযোগ করেছে বিজেপি।সকাল থেকে ঘটনাস্থলে দেহ রেখে পুলিশকে বিক্ষোভ দেখানো হয়েছে।এরপর তার দেহ ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেলে পাঠানো হয়েছে।বারবার বিজেপি কর্মীদের মৃত্যুর ফলে বিজেপির তরফে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে প্রশ্ন,’আর কত মায়ের কোল খালি হবে মাননীয়া?’