Asha Karmi Recruitment – আশাকর্মী নিয়োগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানুন।

Advertisements

Asha Karmi Recruitment – চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ! নুন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস যোগ্যতায় আশাকর্মী নিয়োগ করা হবে। কোন রকম লিখিত পরিক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। জেলায় জেলায় মাঝে মধ্যেই আশা কর্মী নিয়োগ (Asha Karmi Recruitment) করা হয়।

এবারও একটি নতুন জেলার আশা কর্মী পদে প্রচুর শুন্যপদে নিয়োগ হতে চলেছে। আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

Advertisements

Asha Karmi Recruitment 2023.

পদের নামআশা কর্মী (Accredited Social Health Activist)
নিয়োগের স্থানকাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহুকুমায়
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
Asha Karmi Recruitment 2023
Advertisements

আরও পড়ুন – ফের রাজ্যে ‘দুয়ারে সরকার’ শুরু হতে চলেছে! এবার নতুন কী কী পরিষেবা মিলবে জানুন

শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা।

ব্লক, গ্রাম পঞ্চায়েত, উপ স্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক মোট কত শূন্যপদে নিয়োগ (Asha Karmi Recruitment) করা হবে তা দেখার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও মাধ্যমিকে ফেল করলেও এই পদের জন্য আবেদন করা যাবে।

  • ১) শুধুমাত্র বিবাহিতা, বিধবা বিবাহ বিচ্ছিনা মহিলারা এই পদের জন্য আবেদনে করতে পারবেন।
  • ২) প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • ৩) প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমান পত্র দেখাতে হবে।
  • ৪) প্রার্থীদের গ্রেড I গ্রেড II উত্তীর্ণ স্বনির্ভর দলের সদস্য, ট্রেনিং প্রাপ্ত রাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে অগ্রাধিকার দেওয়া হবে।

মাসিক বেতন ও প্রার্থীর বয়সসীমা।

সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন।
প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ০১/০১/২০২৩ তারিখ অনুসারে প্রার্থীর বয়সের হিসাব করা হবে। তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।

কি ভাবে আবেদন করবেন জানুন।

প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করতে হবে-

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদত্রপত্রটি ডাউনলোড করে প্রিন্টআউট বের করে নিতে হবে।
২) আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সিগনেচার এবং ছবি সাটিয়ে দিতে হবে।
৩) এছাড়াও আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সহ একটি খাম সংযুক্ত করে আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

কি কি ডকুমেন্ট লাগবে জানুন।

Asha Karmi Recruitment 2023 যে সমস্ত ডকুমেন্টসগুলি যুক্ত করে দিতে হবে:-

১) ভোটার কার্ড / রেশন কার্ড।
২) মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৩) মাধ্যমিকের মার্কশিট/ মাধ্যমিকে ফেল করলে তার মার্কশিট।
৪) জাতিগত প্রমানপত্র (যদি থাকে)।
৫) বিবাহ / বিধবা / বিবাহ বিচ্ছিন্না সম্পর্কিত উপযুক্ত প্রমান পত্র।
৬) পাসপোর্ট সাইজ ছবি ২ কপি।
৭) গ্রেড ১, গ্রেড ২ স্বনির্ভর দলের সদস্যা / লিঙ্ক ওয়ার্কার / প্রশিক্ষণপ্রাপ্ত এর উপযুক্ত প্রমান পত্র (যদি থাকে)।

আবেদনের শেষ তারিখ

নিয়োগ পদ্ধতি – আশা কর্মী পদে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ (Asha Karmi Recruitment) করা হয়। প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হয়। মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ৯০% এবং ইন্টারভিউতে ১০% নম্বর সহ মোট ১০০ নম্বরের ভিত্তিতে এই নিয়োগ করা হয়।

আবেদনের শেষ তারিখ – আগামী ১৮/০৮ /২০২৩ তারিখ বিকেল ৩ টে পর্যন্ত আবেদন করা যাবে।

আরও পড়ুন – PNB Bank Account – পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা, এটি না করলে অ্যাকাউন্ট সিজ হতে পারে।

official Website – https://purbabardhaman.nic.in/notice_category/recruitment/

Advertisements
Join Join