Asha Karmi Recruitment – সুখবর সুখবর সুখবর! চাকরি প্রার্থীদের জন্য ভালো একটি চাকরির সুখবর রয়েছে। আশা কর্মী পদে বিপুল শুন্যপদে কর্মী নিয়োগ হতে চলছে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আশা কর্মী পদে আবেদন (Asha Karmi Recruitment) করতে পারবেন। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মোট শূন্যপদ কত, আবেদনের সময়সীমা কত আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে।
Asha Karmi Recruitment 2023 Notification | WB আশা কর্মী নিয়োগ
শূন্যপদের নাম | আশা কর্মী |
মোট শূন্যপদ | মোট ৪৬৭ শূন্যপদ |
আবেদনের শেষ তারিখ | ২৫.০৯.২০২৩ |
WB আশা কর্মী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল বা উচ্চতর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচিত হবে।
কারা আশা কর্মী পদে আবেদন করতে পারবেন
১) কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
৩) এছাড়াও প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে।
কি ভাবে আবেদন করবেন আশা কর্মী পদে (Asha Karmi)
আবেদনকারী প্রার্থীদের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের
https://asha.recruitmentmurshidabad .in পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আরও পড়ুন – রাজ্যে একাধিক পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে! আবেদনের বিস্তারিত জেনে নিন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস
- ১) আধার কার্ড/ভোটার কার্ড,
- ২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত,
- ৩) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র,
- ৪) বিবাহ বিচ্ছিন্ন হলে তার প্রমাণপত্র,
- ৫) তফশিলি জাতি/ তফশিলি উপজাতির শংসাপত্র,
- ৬) পাসপোর্ট সাইজের ছবি।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ও নিয়োগকারী স্থান
ইতিমধ্যেই ০১.০১.২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।এই আবেদন ২৫.০৯.২০২৩ পর্যন্ত চলবে।
নিয়োগকারী স্থান –মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী পদে কর্মী নিয়োগ করা হবে।
এই নিয়োগ সম্পর্কিত আরও বিস্তারিত বিবরন পাওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইট http://murshidabad.gov.in. গিয়ে বিস্তারিত তথ্য দেখে নেবেন।
আরও পড়ুন – রাজ্যের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন।