Bandhan bank career – বন্ধন ব্যাংকের জেলায় জেলায় বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ !

Advertisements

Bandhan bank career – বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ।নূন্যতম যোগ্যতায় বন্ধন ব্যাংক কর্মী নিয়োগ (Bandhan bank career) করতে চলেছে। দেশের একটি অন্যতম ব্যাংক হল বন্ধন ব্যাংক। রাজ্যের কোনায় কোনায় বন্ধন ব্যাংক ইতিমধ্যেই অনেক ব্রাঞ্চ খুলেছে। এই ব্রাঞ্চগুলিতে বহু কর্মীর দরকার রয়েছে। যার জেরে বন্ধন ব্যাংক কর্তৃক কর্মী নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করতে পারবেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটি একটি দারুণ সুসংবাদ। সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Bandhan bank career 2023.

নিয়োগকারী সংস্থা – বন্ধন ব্যাংকে রাজ্যের জেলায় জেলায় কর্মী নিয়োগ করতে চলেছে।
মোট শূন্যপদ – অফিসিয়াল ওয়েবসাইটে শূন্যপদ সম্পর্কে তেমন স্পষ্ট না জানালেও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে।

Advertisements

আরও পড়ুন – Municipality Jobs – পশ্চিমবঙ্গের পৌরসভায় বিরাট নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে।

কী কী শূন্যপদে নিয়োগ (Bandhan bank career) করা হবে।

বন্ধন ব্যাংকের অফিসের ভিতরে বিভিন্ন অফিসিয়াল কাজে নিযুক্ত করা হতে পারে। অথবা অফিসের বাইরে লোনের টাকা সংগ্রহ বা দল চালানোর কাজ করতে নিয়োগ করা হতে পারে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সমস্ত শূন্যপদগুলির নাম পাওয়া গিয়েছে সেগুলি হল-

১) প্রশাসন,
২) কৃষি ব্যবসা,
৩) Analytics / BIU /কর্পোরেট কৌশল,
৪) নিরীক্ষা,
৫) ব্যাঙ্কিং অপারেশন এবং গ্রাহক পরিষেবা,
৬) শাখা ব্যাংকিং,
৭) সম্মতি,
৮) কর্পোরেট বেতন,
৯) কর্পোরেট পরিষেবা,

১০) ডিজিটাল ব্যাংকিং,
১১) অর্থ ও হিসাব,
১২) হাউজিং ফাইন্যান্স,
১৩) মানবসম্পদ,
১৪) আইটি,
১৫) আইনি ভিজিল্যান্স,
১৬) মার্কেটিং,
১৭) মাইক্রো ব্যাংকিং,

১৮) আউটডোর কালেক্টর,
১৯) ইনডোর স্টাফ,
২০) খুচরা সম্পদ,
২১) ঝুঁকি,
২২) এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং,,
২৩) ট্রেড ফাইন্যান্স,
২৪) ট্রেজারি,
২৫) পাইকারি ব্যাংকিং,

শিক্ষাগত যোগ্যতা।

নূন্যতম মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে (তবে পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা যোগ্যতা হতে হবে)। এছাড়াও উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর ও উচ্চ যোগ্যতা থাকলে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন (Bandhan bank career) করতে পারবেন।

অনলাইনের / অফলাইন মাধ্যমে আবেদন পদ্ধতি।

বন্ধন ব্যাংকে আবেদনের (Bandhan bank career) ক্ষেত্রে সাধারনত অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমে আবেদন করা যায়। তবে অফলাইনের আবেদন থেকে অনলাইনে আবেদন করলে ব্যাংকের কাছে তাড়াতাড়ি গ্রহণ যোগ্য হয়।

  • অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে প্রথমে বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে Upload Resume অপশনে ক্লিক করে বায়োডাটা / Resume আপলোড করতে হবে ।
  • অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে নিজের বায়োডাটা সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি খামে ভরে বন্ধন ব্যাঙ্কের অফিসে গিয়ে জমা করতে হবে।

আবেদন করতে যে সমস্ত নথিপত্র লাগবে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে নিজের সমস্ত ডিটেইলস দিয়ে Resume বানাতে হবে। Resume এ আধার কার্ড ভোটার কার্ড, এডমিট কার্ড, সমস্ত যোগ্যতার মার্কসিট সহ অভিজ্ঞতা থাকলে সব কিছু উল্লেখ করতে হবে। Resume দেখে যেহেতু নিয়োগ করা হবে তাই সমস্ত তথ্য সঠিকভাবে দেবেন।

বন্ধন ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়া।

যে সমস্ত প্রার্থী বায়োডাটা / Resume আপলোড করবে সেই সমস্ত প্রার্থীদের আবেদন করার কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে যোগাযোগ করা হবে। এরপর বায়োডাটা / Resume এর ভিত্তিতে প্রার্থীর উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ-এ পাশ করলে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করা হবে।

বন্ধন ব্যাংক (Bandhan bank career) বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে।তাও আবার শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ (Bandhan bank career) করা হবে। দেশের অন্যতম বন্ধন ব্যাংকে চাকরি করার এত বড় সুযোগ হাতছাড়া করবেন না।

আরও পড়ুন – IDBI Recruitment – আইডিবিআই ব্যাঙ্কে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, তাড়াতাড়ি আবেদন করুন।

Advertisements
Join Join