Bandhan Bank Recruitment – শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় বন্ধন ব্যাংকে অসংখ্য পদে কর্মী নিয়োগ ! বিস্তারিত জেনে নিন

Advertisements

Bandhan Bank Recruitment – আপনি একজন বেকার চাকরি প্রার্থী কি? শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস করে দীর্ঘদিন যাবৎ চাকরির খোঁজ করে চলেছেন কি? তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আপনার জন্য চাকরির একটি সুবর্ণ সুযোগ চলে এসেছে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বন্ধন ব্যাংকের তরফে অসংখ্য পদে কর্মী নিয়োগ করা হবে।

ইতিমধ্যেই বন্ধন ব্যাংকের (Bandhan Bank Recruitment) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বন্ধন ব্যাংকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগ করা হবে। আপনিও যদি দীর্ঘদিন ধরে ভালো একটি চাকরির খোঁজে থেকে থাকেন, তাহলে আপনার জন্য এটি দারুন বড় একটি সুযোগ।বন্ধন ব্যাংকে চাকরি (Bandhan Bank Jobs) করার এই সুযোগ হাতছাড়া করবেন না। তাই আর দেরি না করে এই নিয়োগ সমন্ধে বিস্তারিত খুঁটিনাটি জেনে নিন।

Advertisements

আরও পড়ুন – উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনে লাগবে আঁধার, নতুন নিয়মে কি কি লাগবে জেনে নিন।

Bandhan Bank Recruitment 2023.

  • নিয়োগকারী সংস্থা – বন্ধন ব্যাংকের তরফে কর্মী নিয়োগ করা হবে।
  • পদের নাম – বন্ধন ব্যাংকের তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। যে সব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলির নাম নিচে উল্লেখ করা হল-

১) Finance and Insurance,
২) KYC Verification Department,
৩) Documents Collection,
৪) Branch Office Executive,
৫) Branch Relationship Officer,
৬) Phone Banking,
৭) Net Banking,
৮) MIS Executive,
৯) Accounts Opening Department,
১০) Business Development Executive.

শিক্ষাগত যোগ্যতা

চাকরি প্রার্থীরা যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করলে উল্লেখিত পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরাও এইসব পদে (Bandhan Bank Recruitment) আবেদন জানাতে পারবেন।

প্রার্থীর বয়সসীমা ও মাসিক বেতন।

  • বয়সসীমা – উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ ৩৫ বছর বয়সের প্রার্থীরা এই সব পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
  • মাসিক বেতন – উক্ত পদগুলিতে নিয়োগের পর প্রত্যেক কর্মীকে মাসিক সর্বনিম্ন 16,000/- টাকা বেত্ন দেওয়া হবে।আর সর্বোচ্চ বেতন 25,000/- টাকা দেওয়া হবে।

কি ভাবে আবেদন করবে চলুন জেনে নেওয়া যাক।

Bandhan Bank Recruitment -এর উল্লেখিত পদগুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে যেভাবে আবেদন করবেন-
১) বন্ধন ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
২) রেজিস্ট্রেশন করার জন্য নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে।
৩) এরপর ফর্মের যাবতীয় তথ্য যেমন- নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্মটি ফিলাপ করতে হবে।

৪) ফর্মটি পুরণ করার পর নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার সব কিছু আপলোড করতে হবে।
৫) সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

আবেদনের সময়সীমা – উল্লেখিত পদগুলির জন্য আবেদনকারীরা আগামী ৩১/০৭/২০২৩ তারিখের পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন – Business ideas – ব্যবসা আপনার টাকা দেবে সরকার, এই ব্যবসা করে মাসে আয় করুন লক্ষাধিক টাকা।

Advertisements
Join Join