দুই প্রেমিকার মন রাখতে দুই প্রেমিকাকেই বিয়ে করলেন এক তরুণ, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

মন ভাঙলেন না কারওর তাই দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ে করলেন এক যুবক৷বছর পঁচিশের এই যুবকের নাম রোহিনী চন্দ্র বর্মন(রনি)।তিন পরিবারের উপস্থিতিতে ২০ এপ্রিল বাংলাদেশের পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকায় রনির বাড়িতে এই বিবাহ অনুষ্ঠান হয়।যুবকের এই বিয়ের কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।
বছর কুড়ির ইতি রানীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল রনির।তাদের এই সম্পর্কের কথা কাকপক্ষীতেও জানত না।তবে কিছুদিন পর মমতা রানী নামে অষ্টাদশীর আরও এক তরুণীর সঙ্গে রনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।নতুন প্রেমিকা মমতার সঙ্গে দেখা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান রনি৷তাই পরিবারের লোক মমতার সঙ্গেই রনির বিয়ে পাকা করে ফেলে।অন্যদিকে মমতা ও বনির বিয়ের আয়োজনের খবর পেয়েই ইতি ছুটে এসে রনির বাড়ির সামনেই অনশন শুরু করেন।
এই বিষয়টি নিয়ে ঝামেলা শুরু হতেই সিদ্ধান্ত নেওয়া হয় দুই প্রেমিকার সঙ্গেই রনির বিয়ে দেওয়া হবে।এরপর তিন পরিবারের উপস্থিতিতে ঘটা করে দুই প্রেমিকাকে বিয়ে করেন রনি।রনির বাবা যামিনী চন্দ্ৰ বর্মন জানান যেহেতু আগের বিয়ের বিষয়ে কিছু জানা ছিল না, তাই নতুন করে আমি আবার বিয়ের আয়োজন করেছি।এ ঘটনায় ইতি এবং মমতার বাড়ি থেকেও কোনও অভিযোগ ছিল না।তবে তাঁদের এই বিয়ের কাহিনিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।