নিউজ
‘মোদির হাতে বাংলা, এটাই একমাত্র লক্ষ্য,বেকারত্ব দূর হবে’, মন্তব্য শুভেন্দু অধিকারির

নিউজ ডেস্কঃ শুভেন্দু অধিকারি বলেন বিজেপিকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টায় কোনো ত্রুটি রাখব না। বাংলাকে মোদিজির হাতে তুলে দেওয়াই একমাত্র লক্ষ্য। কলকাতা এবং দিল্লিতে এক সরকার থাকলেই বাংলার অর্থনৈতিক সমস্যা ও বেকারত্ব দূর হবে। এক সরকার না থাকলে এই বেকারত্ব ঘুচবেও না আর অর্থনৈতিক সমস্যাও মিটবে না এই বক্তব্যই তুলে ধরেছেন শুভেন্দু।
তিনি বলেন মুল সমস্যা বেকারত্ব কেন্দ্রিয় কর্মসূচি পালন না করা আয়ুস্মন ভারত থেকে কৃষক সন্মান নিধি যোজনা গোটা ভারতবর্ষে সমস্ত রাজ্যে বিচারধারা আলাদা আছে সব রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার নেই, কিন্তু তারা সবাই ভারত সরকারের এই কর্মসূচি গ্রহণ করেছে। আর পশ্চিমবাংলার ৭৩ লক্ষ্য কৃষক বঞ্চিত হয়েছে এই রাজ্য সরকারের জন্য। শুভেন্দু আরোও বলেন এই ২১ বছর যে তিনি তৃণমূলে ছিলেন এটা তার কাছে লজ্জার বিষয়।