সাবধান থাকুন, অচেনা নম্বরের ভিডিও কল আসছে হোয়াটস অ্যাপে,বলছে পুলিশ

নিউজ ডেস্কঃ হঠাৎ করেই মধ্যরাতে যদি কোনো অচেনা নম্বর থেকে হোয়াটস অ্যাপে ভিডিও(Vidio Call) কল আসে তবে রিসিভ করবেননা,সতর্ক হোন।কারন গভীর রাত্রিতে এই রঙ নম্বরের ফোন রিসিভ করলে আপনি নিজের অজান্তে নিজেই ফেসে যেতে পারেন।এমনটাই মনে করছে কোচবিহার থানার পুলিশ।কারণ ইতিমধ্যে তাদের কাছে এমন অনেক অভিযোগ জমা পরেছে।প্রাথমিক তদন্তের পর তারা জানিয়েছেন অচেনা ঐ নম্বরগুলো মূলত বাইরের রাজ্যের বিশেষত পাঞ্জাব ও হরিয়ানার।তাদের মেইন টার্গেট মেয়েরা।
অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার জানিয়েছেন এর পেছনে একটি চক্র কাজ করছে।নম্বরগুলির টাওয়ার লোকেশন বাইরের।আর এই অচেনা নম্বর থেকে ফোন আসলে রিসিভ না করে কেটে দিলেও বারবার সেই ফোন আসছে।আর হঠাৎ অজান্তেই রিসিভ হলে, ভিডিও কলিং করতে করতে স্কৃনশট নিয়ে তারা সেই ফটো অসাধু কাজে লাগিয়ে ব্লাকমেইল করে ফাঁসিয়ে দিচ্ছে মেয়েদের।মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।এর পাশাপাশি তিনি এটাও বলেছেন অচেনা নং থেকে ভিডিও কল এলে কোনভাবেই রিসিভ করা উচিৎ নয়।