‘দুপুর ঠাকুরপো’র ঝুমা বৌদিকে চেনেন না এমন মানুষ হয়ত নেই। বাংলা ওয়েব সিরিজে ‘দুপুর ঠাকুরপো’তে অভিনয় করে সকলের মন কেড়ে নিয়েছেন এই অভিনেত্রী (Bhojpuri Monalisa instagram). এই ওয়েব সিরিজের মাধ্যমেই বাঙালী ছেলেদের কাছে এখন তিনি হার্টথ্রব। এই সিরিজে অভিনয়ের পর থেকেই তিনি সকলের কাছে ‘ঝুমা বৌদি’ নামে বিশেষ পরিচিতি লাভ করেছেন।এককথায় ঝুমা বৌদি হয়ে মোনালিসা সবার অন্তরে জায়গা করে নিয়েছেন।
এই অভিনেত্রীর আসল নাম অন্তরা বিশ্বাস। কিন্তু অভিনয় জগতে তিনি মোনালিসা নামেই বেশী পরিচিত। ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় নায়িকা হলেন মোনালিসা (Bhojpuri Monalisa). এই অভিনেত্রী একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন। ভোজপুরির পাশাপাশি বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি কাজ করেছেন এই অভিনেত্রী। এমনকি বাংলা ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।
আরও পড়ুন- Mika-Nusrat – OMG! অভিনেত্রী নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম নিবেদন করলেন এক গায়ককে?
ভোজপুরী থেকে বাংলা- বিনোদন জগতে একটি পরিচিত নাম মোনালিসা। ভোজপুরী ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন মোনালিসা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও এই অভিনেত্রী নজর কেড়েছেন। তার অভিনয়ের দক্ষতা থেকে শারীরিক সৌন্দর্য ও আবেদনশীল অভিব্যক্তি- সব কিছু দিয়েই তিনি যেন বর্তমান প্রজন্মের মন জয় করে নেন।
এই অভিনেত্রীর বয়স ৪০-এর ঘরে হলেও তার রূপ ও সৌন্দর্যের জেল্লা আজও অনুরাগীদের মাতাল করে তোলে।বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তার উষ্ণ অবতারের দেখা মেলে। তার ‘হট’ ছবি অনুরাগীদের উষ্ণতার জোয়ারে ভাসিয়ে নিয়ে যায়।
অভিনেত্রী মোনালিসা ভোজপুরি (Bhojpuri Monalisa) অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন। মোনালিসা অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন। আর সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। আর তার ঝলকের দেখা মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। স্বাভাবিকভাবেই তার সেই ছবিগুলি নিমেষে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন- বাংলার প্রতিটা পরিবার পাবে ১২,০০০ টাকা করে, আবেদন শুরু অনলাইনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মোনালিসা (Bhojpuri Monalisa) নিজের কিছু বোল্ড ছবি শেয়ার করেছেন। যা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।ভাইরাল হওয়া ছবিতে মোনালিসাকে রাত পোশাকেই যাচ্ছে। কালো রঙের রাত পোশাকে অভিনেত্রীকে যেন লাস্যময়ী লাগছে । এই পোশাকে অভিনেত্রীর উন্মুক্ত ঊরুর দেখা মিলেছে। সাথে খোলা চুল, হালকা মেকআপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। বিছানার উপর বসেই তাকে পোজ দিতে দেখা গিয়েছে।
সকালের হালকা রোদে মাখা মিঠে এই পোশাকেই সকলকে সুপ্রভাত জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর (Bhojpuri Monalisa) শেয়ার করা এই ছবি মুহূর্তে তার অনুরাগীদের একাংশকে মুগ্ধ করেছে। সেকথা অবশ্য ভাইরাল হওয়া ছবির কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে। মোনালিসার রূপ ও সৌন্দর্যের জেল্লার ঝলক বর্তমান প্রজন্মকে পাগল করে তুলে।