Bhojpuri Song Video: অভিনেত্রী প্রিয়াঙ্কা ভোজপুরির সবচেয়ে সাহসী গান গেয়ে লজ্জার সমস্ত সীয়া ছাড়ালেন
Bhojpuri Song Video: কেবল হিন্দি গান নয়, ভোজপুরি গানগুলিও এখন সকলের হৃদয়ের মাঝে জায়গা করে নিচ্ছে। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এখন প্রায় সকলের পছন্দের তালিকায় রয়েছে। বর্তমানে ভোজপুরি ইন্ডাস্ট্রি সারা ভারতবর্ষে প্রভাব বিস্তার করছে। এখন বাংলার বহু মানুষ ভোজপুরি সিনেমার নাচ ও গান বেশ পছন্দ করছে। ভোজপুরি গানের পাশাপাশি ভোজপুরি অভিনেতা-অভিনেত্রীরাও সারা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা ভোজপুরি গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ভোজপুরি সিনেমা বিশেষত উষ্ণতায় পরিপূর্ণ ও রোম্যান্সে ভরপুর থাকে। ভোজপুরি সিনেমা মানেই দুর্দান্ত মিউজিক ভিডিও আর মন মাতানো গান। অনেকেই এই ভোজপুরি গানগুলি পছন্দ করেন। যে কোনো পিকনিক বা অনুষ্ঠানে ডিজে ভোজপুরি গানগুলি এখন জায়গা করে নিয়েছে।
আগের তুলনায় ভোজপুরি ছবি এখন অনেক উন্নতি হয়েছে। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে মাঝে মাঝে সুপারহিট হয়ে যায়। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও দেখা যায়। বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি তারকারা যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।
সম্প্রতি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়িকা অন্তরা সিং প্রিয়াঙ্কা নিজের একটি গানের ভিডিওর সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন। তার পুরনো গানের এই ভিডিওটি নেট মাধ্যমে পুনরায় ভাইরাল হয়েছে। এই পুনরায় ভাইরাল হাওয়া ভিডিওতে ‘ভাতার করে মালিস’ গানটি শোনা গিয়েছে। এই গানটি অন্তরা নিজেই গেয়েছেন।
এই গানটির কথা দিয়েছেন অর্জুন শর্মা। সঙ্গীত পরিচালনায় ছিলেন রোশান সিং। এটি গায়িকার গাওয়া অন্যতম হিট গান, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। এই ভিডিওতে প্রিয়াঙ্কার সাথে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির আরো এক পরিচিত মুখের দেখা মিলেছে। এই মিউজিক ভিডিওতে তাদের চূড়ান্ত রোমান্টিক দৃশ্যে দেখা গিয়েছে। এই নাচের ভিডিওর সূত্র ধরে অন্তরা সিং প্রিয়াঙ্কা এই মুহূর্তে নেট নাগরিকদের মাঝে তুমুল চর্চিত বিষয় হয়ে উঠেছে।
জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘ওয়েব মিউজিক’ এর মাধ্যমেই তার গানের এই ভিডিও পুনরায় ভাইরাল হতে দেখা গিয়েছে। ১ বছর আগে এই ইউটিউব চ্যানেল থেকেই অন্তরা সিং প্রিয়াঙ্কার এই গানের ভিডিওটি শেয়ার করা হয়েছিল। এই মুহূর্তে যা ১০ লাখ নেটজনতার কাছে পৌঁছে গিয়েছে। যতদিন যাচ্ছে তার এই গানের ভিডিওর ভিউজ তত বাড়ছে।
আর ভিউজ হবে নাই বা কেন,এই মিউজিক ভিডিওতে রয়েছে চূড়ান্ত রোমান্টিক দৃশ্য। তা অবশ্য ভিডিওটি দেখলেই বোঝা যাবে। নেটজনতার একাংশের পাশাপাশি সকল ভোজপুরি দর্শকরাও এই ভিডিওটি উপভোগ করছেন। নিজেদের প্রিয় গায়িকার হিট গানের ভিডিও পুনরায় ভাইরাল হতে দেখে তার ভক্তরাও খুশি। রইল সেই ভিডিও।