
করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল আমাদের দেশ।এবার করোনা যুদ্ধে সেলের কাপল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ২ কোটি টাকার অনুদান দিলেন। পাশাপাশি অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে ৫০ মিলিয়ন ফলোয়ার্সকে এই কঠিন সময়ে পাশে থাকার আবেদন জানালেন। অভিনেত্রী ও প্রযোজক অনুষ্কা নিজেই ‘ইন দিজ টুগেদার’ (In This Together) নামে তহবিল সংগ্রহের প্রচার চালাচ্ছেন।
View this post on Instagram
অভিনেত্রী ভিডিয়োতে ক্যাপশন দিয়েছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে আমাদের দেশ লড়াই করছে। আমাদের স্বাস্থ্য পরিষেবা ভয়ঙ্কর চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে।মানুষগুলোর কষ্ট দেখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।তাই আমি আর বিরাট ‘ইন দিজ টুগেদার’ নামে কেটোর সঙ্গে একটা প্রচার চালাচ্ছি কোভিড তহবিল সংগ্রহের জন্য।আপনারাও এগিয়ে আসুন, ভারত ও ভারতীয়দের পাশে থাকুন। আপনাদের অবদান সঙ্কটের সময় বহু মানুষের জীবন বাঁচাতে পারে। এই পরিস্থিতি থেকে আমরা ঘুরে দাঁড়াবই।