দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার্থে ৩২০টি অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্র

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় সরকার দেশের নিরাপত্তার জেরে ৩২০টি অ্যাপ নিষিদ্ধ করেছে।বুধবার লোকসভায় জানালেন শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী সোম প্রকাশ।তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের বিধানের অধীনেই তা করা হয়েছে।শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রীর স্পষ্ট বক্তব্য,দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করতেই ওই অ্যাগগুলোকে বন্ধ করা হয়েছে।
সোম প্রকাশের অভিযোগ, প্রথমে একবার বন্ধ করার পরেও নাম এবং ভোলবদলে কয়েকটি অ্যাপ পুনরায় বাজারে এসেছিল। ফেব্রুয়ারিতে এমন ৪৯টি অ্যাপকে পুনরায় বন্ধ করা হয়েছে।তথ্য প্রযুক্তি (আইটি) আইন, ২০০০-এর 69A ধারার অধীনে এ পর্যন্ত ৩২০টি মোবাইল অ্যাপ্লিকেশন ব্লক করা হয়েছে।
কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই অ্যাপগুলি ব্যবহারকারীদের তথ্য চুরি ও ফাঁসের সঙ্গে জড়িত।এই অ্যাপগুলির মধ্যে বেশ কিছু চিনা অ্যাপও ছিল।
এই অ্যাপগুলির মধ্যে কোনও কোনও অ্যাপের কোটি কোটি ব্যবহারকারী ছিল ভারতে।