12489 Teacher Recruitment 2023.
Teacher Recruitment- প্রত্যেকের জীবনেরই নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে। সেই লক্ষ্য পূরণের জন্য সকলেই যথাসাধ্য পরিশ্রমও করেন। আর তাছাড়া নির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে সফলতা লাভ করা যায় না। সেই লক্ষ্য নিয়েই অনেকেই ছোটোবেলায় স্বপ্ন দেখেন বড় হয়ে পুলিশ হবেন বা কেউ বড় অফিসার হওয়া স্বপ্ন দেখেন। কেউবা শিক্ষকতাকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন।
আপনিও কি শিক্ষকতা করতে চান,তাহলে আপনার জন্য দারুন এক সুখবর (Teacher Recruitment) রয়েছে। মোট ১২৪৮৯ টি শূন্যপদে শিক্ষক (Teacher Recruitment) নিয়োগ করা হবে। মন্ত্রী ডঃ প্রেমসাই সিং নিয়োগের এই বিজ্ঞাপনটি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। তার টুইট অনুসারে স্কুল শিক্ষা দফতর ১২ হাজার ৪৮৯ জন শিক্ষক (Teacher Recruitment) নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া সহ সমস্ত তথ্য নিচে আলোচনা করা হল। ছত্তিশগড় সরকার এই নিয়োগ করবে।
মোট শূন্যপদ
ছত্তিসগড় স্কুল শিক্ষা দফতর ১২ হাজার ৪৮৯ জন শিক্ষক (Teacher Recruitment) নিয়োগ করবে। এর মধ্যে ৬,২৮৫ সহকারী শিক্ষক, ৫,৭৭২ শিক্ষক, ৪৩২ জন প্রভাষক পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া
রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৬ মে, ২০২৩ থেকে শুরু হয়েছে। যে সব প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে চান তারা CG VYAPAM-এর অফিসিয়াল সাইট vyapam.cgstate.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।যেভাবে আবেদন করবেন-
- ১) প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনের অধীনে হোম পেজে শিক্ষক নিয়োগ লিঙ্কে ক্লিক করতে হবে।
- ২)এরপর নিজের নাম নিবন্ধন করে অ্যাকাউন্টে লগইন করতে হবে।
- ৩)এরপর সমস্ত বিবরণ দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে।
- ৪)সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
- ৫)আবেদনপত্রটি একটি হার্ড কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন।
আবেদনের তারিখ ও নিয়োগ প্রক্রিয়া
ইতিমধ্যে ৬ মে থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেবেন। পরীক্ষাটি ছত্তিশগড় পেশাগত পরীক্ষা বোর্ড দ্বারা পরিচালিত করে নিয়োগ করা হবে।
এই চাকরি সংক্রান্ত আরও বিশদ বিবরণের জন্য প্রার্থীরা CG VYAPAM-এর অফিসিয়াল সাইট চেক করতে পারেন।ইচ্ছুক প্রার্থীরা আর দেরি না করে এক্ষুনি আবেদন করে ফেলুন।