Civic volunteer Recruitment – অষ্টম শ্রেণি পাশ করে হন্যে হয়ে কোন চাকরির খোঁজ করে চলেছেন কি? কিন্তু এই নুন্যতম শিক্ষাগত যোগ্যতায় কোন চাকরি খুঁজে পাচ্ছেন না। তবে আপনার আর চিন্তার কোন কারন নেই, কারন অষ্টম শ্রেণি পাশে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ (Civic volunteer Recruitment) করা হবে। রাজ্যে আবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হল।ইতিমধ্যেই রাজ্যে কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার কর্মী নিয়োগ করা হয়েছে।
রাজ্যে কিছুদিন আগেও নতুন করে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ (Civic volunteer Recruitment) করা হয়েছে। খেলাধুলায় সফল যুবকদের নিয়োগ করা হয়েছে। ফের নতুন করে Civic volunteer পদে নিয়োগ করা হবে।আপনি যদি সিভিক ভলেন্টিয়ার হিসাবে রাজ্যে কাজ করতে চান,তাহলে রাজ্য সরকারের তরফ থেকে সুবর্ণ সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের কয়েকটি বিশেষ গুণ থাকতে হবে। সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকা উচিত, তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হল দেখে নিন।
সিভিক ভলেন্টিয়ার নিয়োগের (Civic volunteer Recruitment) ক্ষেত্রে যে সব যোগ্যতা থাকতে হবে।
১) প্রার্থীদের অষ্টম শ্রেণি পাশ যোগ্যতা থাকতে হবে।
২) আবেদনকারী প্রার্থীদের ভারতীয় নাগরিক হতে হবে।
৩) আবেদনকারী প্রার্থীদের মানসিক ও শারীরিক ভাবে সবল থাকতে হবে।
৪) আবেদনকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারী মামলা থাকা চলবে না।
৫) যে থানার অধীনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে, প্রার্থীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আরও পড়ুন – Laxmi bhandar – রাজ্যে মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে ১০০০ টাকা দেওয়া দাবি তৃণমূল বিধায়কের।
খেলাধুলায় সফল হলেই সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে প্রার্থীদের কাছে। পশ্চিমবঙ্গ সরকার খেলাধূলার প্রতি তরুণ প্রজন্মের উৎসাহ বাড়াতে কৃতী ক্রীড়াবিদদের সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করছে বলে জানিয়েছে। ক্রীড়াবিদদের সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত করার কারণ হিসেবে রাজ্য সরকার জানিয়েছেন তরুণ প্রজন্মকে আরও খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মাসিক বেতন : সিভিক ভলেন্টিয়ার পদে নিযুক্ত প্রার্থীদের প্রায় ৯ হাজার টাকা করে মাসিক বেতন দেওয়া হয়।
সিভিক ভলান্টিয়ারদের কাজ কি?
ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকেন সিভিক ভলান্টিয়াররা।রাজ্যের সব জায়গাতেই সিভিক ভলেন্টিয়াররা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন – Post office Recruitment – মাধ্যমিক পাশ যোগ্যতায় পোস্ট অফিসে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ।