Sourav-এর জন্য আজ আসছেন ডাক্তার দেবী শেঠি জানিয়েছেন বাইপাসের দরকার নেই

কলকাতাঃ শনিবার দুপুরে চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ এখন ভাল আছেন। রাতে ভাল ঘুমিয়েছেন মহারাজ, সকালে রুটিন ইসিজির রিপাের্টও ভাল। তাঁর রাইট করােনারি আর্টারিতে স্টেন্ট বসেছিল শনিবার এখনও দুটো আর্টারিতে সমস্যা রয়েছে। তাই চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে, তা নিয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। সােমবার সৌরভের জন্য আসছেন স্বনামধন্য কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। তিনি ও তাঁর টিম অবশ্য আগেই জানিয়েছেন, সৌরভের বাইপাস সার্জারির প্রয়ােজন নেই। তাঁর তত্ত্বাবধানেই সােমবার আলােচনায় বসবে মেডিকেল বাের্ড।
সৌরভের চিকিৎসার জন্য পাঁচজন ডাক্তারকে নিয়ে মেডিকেল বাের্ড গঠন করা হয়েছে। সরােজ মণ্ডল, আফতাব খান, ভবতােষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতাে ডাক্তাররা রয়েছেন সেই দলে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জনদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে মহারাজের। যদিও বাইপাস সার্জারি নিয়ে কোনও ইঙ্গিত দেননি মেডিকেল বাের্ডে থাকা চিকিৎসকরাও। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, সময়ে হাসপাতালে পোঁছেছিলেন দাদা তাই বড়সড় বিপদ এড়ানাে গিয়েছিল। তাঁর হার্টে তিনটি ব্লকেজ ছিল, ফলে বাইপাস সার্জারির প্রসঙ্গ উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমেই বাকি দুটি আর্টারিতে স্টেন্ট বসানাে হতে পারে।
রবিবার দুপুরের ড. সপ্তর্ষি বসু জানিয়েছেন,সৌরভের পুরােপুরি সুস্থ হতে দু থেকে তিন সপ্তাহ লাগতে পারে। তিনিও জানিয়েছিলেন, সৌরভের বাইপাস সার্জারির হয়তাে প্রয়ােজন হবে না। তবে চিকিৎসার পরবর্তী ধাপ কী হবে তা নির্ভর করছে ডাক্তার দেবীর শেঠির পরামর্শের উপর।