DA Hike – কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর! তাদের এক বিরাট অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। কেন্দ্রীয় সরকার তাদের জন্য নিয়ে আসতে চলেছে এক বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Hike) নিয়ে এলো এক নতুন আপডেট।
সাধারণত বছরে দুবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা (DA Hike) বাড়িয়ে থাকেন সরকার। জুলাই মাসে কর্মীদের মহার্ঘভাতা অর্থাৎ ডিয়ে ৪২ শতাংশ থেকে বেড়ে দাঁড়াবে 46 শতাংশ। এবং যা খুব শিগগিরই বেড়ে 50 শতাংশে যেতে বেশি দিন সময় লাগবেনা। এবং এই হারে মহার্ঘ ভাতা (DA) বাড়লে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতনের পরিমাণ হয়ে দাঁড়াবে আগের বেতনের থেকে আরো 9000 টাকা বেশি।
আরও পড়ুন – Bank holidays in July – ১৫ দিন বন্ধ ব্যাংক, দেখুন ঈদের ছুটি কবে, প্রকাশ হল ছুটির লিস্ট।
কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Hike) নিয়ে বিরাট সুখবর!
এর আগে সরকার মার্চ মাসে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা 4 শতাংশ হারে বাড়িয়ে 42 শতাংশ করে দিয়েছিল। আবারো জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি তরফে কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Hike) বৃদ্ধি করা হবে বলে শোনা যাচ্ছে। এবারও হয়তো মহার্ঘ ভাতা 4 শতাংশ হারে বৃদ্ধি করা হতে পারে। এবং বর্তমানে মূল্য বৃদ্ধির যুগে মহার্ঘ ভাতা বেড়ে যাওয়ায় বেশ খুশি কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। কারণ এই মহার্ঘ ভাতা (DA awareness) বেড়ে যাওয়ার ফলে তাদের মাইনের পরিমাণ ও বেশ কিছুটা বেড়ে যাবে।
তবে সরকারি নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা ৫০ শতাংশ ছুঁয়ে গেলে সেটি আবার শূন্যে নেবে আসবে। অর্থাৎ ধরা যাক কোন এক কর্মচারীর মাইনে 20000 টাকা। সে ক্ষেত্রে তার পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা হয়ে মহার্ঘভাতা দাঁড়াবে 10000 টাকা। এবার যেহেতু তার মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হয়ে গেল সেহেতু এবার তার মহার্ঘ ভাতার শূন্যে নেবে আসবে এবং তার প্রাপ্য মহার্ঘ ভাতাটি তার মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে অর্থাৎ বর্তমানে তার মূল বেতন হবে কুড়ি হাজার প্লাস দশ হাজার ত্রিশ হাজার টাকা। মহার্ঘ ভাতা এভাবে মূল বেতনের সঙ্গে যুক্ত হলে বেশ খুশি হবেন কর্মচারীরা।
মহার্ঘ ভাতা বাড়ার কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি তরফে কর্মচারীদের HRA এর পরিমাণ ও বাড়িয়ে দেওয়া হতে পারে। এক বিশেষ সূত্র জানা গেছে যে কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই তাদের কর্মচারীদের জন্য HRA বৃদ্ধি করবে। যদিও এ বিষয়ে বহু আগে থেকেই পরিকল্পনা করছিল তারা। মনে করা হচ্ছে ২০২৩-২৪ অর্থবর্ষে শেষের দিকে সরকারি কর্মচারীদের HRA এর পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে। এই মুহূর্তে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (DA Hike) পাচ্ছেন ৪২ শতাংশ হারে এর সঙ্গে আর ও তিন শতাংশ HRA যোগ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন – Primary TET Scam – টেট মামলার জরুরী ফাইল মিসিং! হঠাৎ করেই উধাও ফাইল, কোথায় গেল?