DA Latest News Today: গত ১৫ জানুয়ারি বাজেট অধিবেশনের দিন রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর দেওয়া চিরকুট পড়ে সে কথা জানিয়েছিলেন অর্থ প্রতিমন্ত্রী। গত ১৫ ফেব্রুয়ারি বাজেটে ঘোষণার পর অবশেষে ২৪ ফেব্রুয়ারি ডিএ বৃদ্ধি নিয়ে নবান্ন থেকে নতুন সরকারি বিজ্ঞপ্তি (DA Latest News Today) জারি করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আগামী ১ মার্চ থেকে ৬ শতাংশ ডিএ পাবেন। ২০২১ সালের জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বেড়েছিল। এবার নতুন বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। অর্থাৎ মার্চ মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীরা সব মিলিয়ে মোট ৬ শতাংশ ডিএ পাবেন।
আরও পড়ুন – Balika Samridhi Yojana – কন্যা সন্তানের পড়াশোনা সমস্ত খবর চালাবে কেন্দ্র!
মার্চ মাস থেকে সরকারি সমস্ত কর্মী ও পেনশনভোগীরা মূল বা বেসিক বেতনের উপর ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। ২৪ ফেব্রুয়ারির নবান্নের বিজ্ঞপ্তি জারির পরেও রাজ্য সরকারের কর্মচারীরা খুশি নন। এই বিজ্ঞপ্তি নিয়ে আন্দোলনরত সরকারি কর্মীরা এবার অন্য দাবি করলেন।
সরকারি বিজ্ঞপ্তির ‘ভাষা’ নিয়ে আপত্তি সরকারি কর্মচারীদের রয়েছে। সরকারী কর্মচারীদের একাংশের বক্তব্য- “আজ পর্যন্ত এমন ভাষার সরকারি অর্ডার দেখিনি। Current effect ৩ শতাংশ না লিখে Apparently জনগণকে বিভ্রান্ত করতে total ৬ শতাংশ দিয়ে অর্ডার বের করেছে। এতে ভাষাগত বিভ্রান্তি রয়েছে। Clause 5 (a) and 5(b) তে স্পষ্ট যে ৩ শতাংশ দিয়েছে।
অর্থাৎ নবান্নের এই বিজ্ঞপ্তির (DA Latest News Today) পরেও রাজ্য সরকারের কর্মচারীদের ক্ষোভ কমেনি। তারা জানিয়েছেন আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই করছি। ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরও প্রতিবাদ করেছি। কারন আমরা কর্মচারীরা ভিক্ষা চাই না,নিজেদের প্রাপ্য অধিকার চাই। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আমরা আন্দোলন করছি। এটা আমাদের অধিকার রক্ষার লড়াই।
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে ২১ ও ২২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে দুদিনের পেন ডাউন’ পালন করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুধু তাই নয় ডিএ- এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাকও দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীদের একটাই বক্তব্য রাজ্য সরকারকে তাদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।