DA news West Bengal: ডিএ নিয়ে বড় খবর!পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ডিএ বাবদ কত টাকা পাবেন জানেন কী?

Advertisement

DA news West Bengal: সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বছরে দুবার বৃদ্ধি পায়। সেই মতো প্রতি বছর সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেও সেই টাকা হাতে পাননি তারা।সরকারি কর্মচারীদের বেশ কয়েক মাসের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে।এই নিয়ে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে।এই ডিএ মামলায় সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কলকাতা হাইকোর্ট সকল সরকারি কর্মচারীদের প্রাপ্য বকেয়ার ৩১ শতাংশ ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে বলেছেন রাজ্য সরকারকে (DA news West Bengal) ।কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ইতিমধ্যে এক মাস পেরিয়ে গিয়েছে। তিন মাসের বেঁধে দেওয়া সময় সীমার দু’মাসও পড়ে নেই।কিন্তু রাজ্যের তরফ থেকে এখনও তেমন কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে কোন আবেদনও করা হয়নি।

Advertisement

বকেয়া ডিএ বাবদ রাজ্য সরকারকে কত টাকা দিতে হবে? সূত্রের খবর সরকারি কর্মচারীদের এই ৩১ শতাংশ ডিএ (WB DA Announcement) মেটাতে রাজ্য সরকারের প্রায় ২৩ হাজার কোটি টাকা লাগবে।এই বকেয়া ডিএ মেটানো হলে রাজ্য সরকারি কর্মচারীরা কত পেতে পারেন দেখে নেওয়া যাক(DA news West Bengal)।

Advertisement
  • ১) যে সমস্ত গ্রুপ-ডি কর্মীদের বেতনক্রম ৬ হাজার ৬০০ টাকা, তাদের বকেয়া ডিএ-এর পরিমাণ প্রায় ২ লক্ষ ৭৮ হাজার টাকা।
  • ২) যে সমস্ত গ্রুপ-সি কর্মীদের বেতনক্রম ৮ হাজার ৮০০ টাকা, তাদের বকেয়া ডিএ-এর পরিমাণ প্রায় ৩ লক্ষ ৭৩ হাজার টাকা।
  • ৩) আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকুরীরত কর্মীরা প্রায় ৫ লক্ষ টাকা বকেয়া ডিএ বাবদ পেতে পারেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ইজ এর হিসেব অনুযায়ী, এই কর্মচারীদের অ্যাকাউন্টে ডিএ বাবদ ৪ লক্ষ ৬৬ হাজার টাকা আসতে পারে।
  • ৪) হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে চাকুরীরত কর্মীদের কাছে ডিএ বাবদ প্রায় ৬ লক্ষ টাকা আসবে।
Advertisement

Leave a comment

Join Join