Dearness Allowance – হাতে মাত্র দশ দিন, জুলাই শেষ হতেই সুখবর সরকারি কর্মীদের, জানুন কতটা বাড়বে বেতন

Dearness Allowance – মহার্ঘ ভাতা নিয়ে বরাবর ক্ষিপ্ত থাকেন সরকারি কর্মচারীরা। কিন্তু এবারে সেই সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। আপনিও যদি আপনার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির কথা চিন্তা করে থাকেন, তবে এবার আপনার বেতন বৃদ্ধি পেতে চলেছে। দশদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে বলে জানিয়েছে সরকার।

Advertisements

আগামী 31 শে জুলাই নতুন তথ্য এ বিষয়ে সামনে আসবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চায় শতাংশ হারে বৃদ্ধি পেতে চলেছে এই মহার্ঘ ভাতা (Dearness Allowance). AICPI সূচক অনুসারে এ কথা অনেকাংশের স্পষ্ট যে চার শতাংশ হার এই বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। যদিও মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ার পর মোট বেতন কত হবে সে নিয়ে এখন অব্দি কিছু জানানো হয়নি, তবে এবারে এই চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে মহার্ঘভাতা বেড়ে মোট 46 শতাংশে গিয়ে দাঁড়াবে।

আরও পড়ুন – LIC -এর দুর্দান্ত প্ল্যান ! সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর নেই চিন্তা।

অনেকটা বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা (Dearness Allowance).

যার ফলে এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের বেতন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেয়ে থাকেন অর্থাৎ এর সঙ্গে আরও ৪ শতাংশ যোগ হয়ে ৪২ প্লাস ৪৬ শতাংশে গিয়ে দাঁড়াবে এটি। একটি সহজ হিসাবে ধরা যাক কোন এক কেন্দ্রীয় সরকারী কর্মচারীমূল বেতন ১৮০০০ টাকা সঙ্গে সে ৪২ পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা পেলে তার মহার্ঘ ভাতা হবে,৭৫৬০ টাকা।

Advertisements

এবারে আপনার যদি এই মহার্ঘ ভাতা বেড়েছে ৪০ শতাংশ হয়ে যায় তাহলে আপনারই ৭৫৬০ টাকা বেড়ে গিয়ে দাঁড়াবে ৮২২০ টাকায়। অর্থাৎ আপনার মোট বাইরে বাড়বে ৭২০ টাকা করে। যদিও এটি নিয়ে এখনো অব্দি সরাসরি কোনরকম নোটিশ প্রদান করেননি কেন্দ্রীয় সরকার। তবে একথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবারে কিছুটা হলেও বাড়তে চলেছে। যে খবরে বেশ খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

আরও পড়ুন – Sahara Refund portal – সাহারা দুর্নীতিতে সাধারণ মানুষের খোয়ানো অর্থ এবার ফেরাবে কেন্দ্রিয় সরকার

Advertisements
Join Join