Gold Rate Today – এক ধাক্কায় কমে গেল সোনার দাম, খুশিতে আমজানাতা।

Gold Rate Today – সোনা এবং রূপা এই দুটি বাঙ্গালির কাছে অত্যন্ত প্রিয় ধাতু। প্রত্যেক বাঙালি চায় তাদের সঞ্চিত পয়সা দিয়ে সোনা এবং রুপা কিনতে। বিশেষ করে সোনার গহনা। যেকোনো শুভ অনুষ্ঠান বাঙালি চাই তার নিকটজনকে এই সোনা উপহার হিসেবে দিতে। তাছাড়াও ভবিষ্যতের জন্য সঞ্চিত ধন হিসাবেও অনেকে সোনা কিনে রাখেন।

Advertisements

আজ আমরা এই প্রতিবেদনে জেনে নেব সোনা ও রূপার দাম (Gold rate today) সম্বন্ধে। তবে আপনারা যারা সোনা ভালবাসেন তাদের জন্য আজ রয়েছে এক বিরাট সুখবর! আজ প্রায় এক ধাক্কায় ৫০০ টাকা কমে গেল সোনার দর। তবে শুধু সোনাই নয় তাকে টেক্কা দিয়ে রুপোর দাম কমেছে, প্রায় একশ টাকা। তবে বিগত দু একদিন ধরে খুচরো বাজারে, সোনা রুপোর দামে কিছুটা হেরফের হওয়ার পর আজ এক ধাক্কায় অনেকটা কমে গেল এগুলির দাম।

আরও পড়ুন – এবার 500 টাকার নোট নিয়ে RBI এর বড় ঘোষণা! ঠিক কি জানালো RBI জানুন।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম (Gold rate today) আজ সামান্য পতনের সঙ্গে লেনদেন হচ্ছে। সেখানে আজ সোনার দাম চলছে প্রতি ১০ গ্রামে সাত টাকা করে, অর্থাৎ দাম কমার পর সোনার দাম হয়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩৮০ টাকা। আগস্ট ২০২৩ এ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অনুযায়ী এই পাকা সোনার দাম ছিল, ১১৭ টাকা। যা প্রতি কেজিতে হয়ে দাঁড়ায়, ৭১ হাজার ৫৯০ টাকা। চলুন এবার আমরা জেনে নেব আজ মেট্রো সিটিগুলিতে সোনা এবং রুপোর দাম কি রয়েছে?

Advertisements

আজকের কোথায় কি সোনার দাম (Gold rate today) দেখুন।

১) নয়া দিল্লিতে আজকে সোনার দাম দশ গ্রামের জন্য ৫৬ হাজার ২০০ টাকা (২২ ক্যারেট) এবং রুপোর দাম প্রতি কেজিতে হয়ে দাঁড়িয়েছে, ৭৪০২২ টাকা।
২) বাণিজ্য নগরী মুম্বাইতে আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৬,০৩০ টাকা(২২ ক্যারেট) এবং রুপোর দর প্রতি প্রতি কেজিতে ৭৪ হাজার ৫০০ টাকা।
৪) কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামের জন্য ৫৫,৫৫০ টাকা আর প্রতি কেজি রুপোর দাম ৭৪,৫০০ টাকা।
৫) চেন্নাই শহরে আজ সোনার দাম  ৫৫,৬৫০ টাকা আর রুপোর দর প্রতি কেজিতে ৭৯,৭০০ টাকা।

তবে এক ধাক্কায় বেশ কিছুটা শোনা এবং রুপোর দাম কমায় বেশ খুশি সাধারণ মানুষ। প্রত্যেকটি মানুষই চান একটু কম দামে ভালো এবং একটু বেশি পরিমাণে শোনার জিনিস কিনতে। তাই সোনার দাম (Gold rate today) কমেছে শুনলে বরাবরই সাধারণ মানুষ খুশি হন।

আরও পড়ুন – Old note sale – ৫০ টাকার নোট বিক্রি করে এবার হোন লাখপতি, যদি থাকে এই নোট।

Advertisements
Join Join