
করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার, ৪ মে অভিনেত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। বাবা প্রকাশ পাড়ুকোন কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন হাসপাতালে। অবস্থা কিছুটা স্থিতিশীল প্রকাশ পাড়ুকোনের। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।দীপিকার মা উজালা ও বোন অনিশাও সংক্রমিত।আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তাঁরা।
বলিউডে একের পর এক অভিনেতা, অভিনেত্রী করোনার থাবায় জর্জরিত। ভিকি কৌশল থেকে শুরু করে ভূমি পেডনেকর, ক্যাটরিনা কইফ, আমির খান, করোনা আক্রান্ত হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী।এবার করোনার থাবা থেকে বাঁচতে পারলেন না বলিউডের এই অভিনেত্রীও।