করোনা আক্রান্ত ধোনির বাবা-মা, রাঁচির বেসরকারি পালস সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি

সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ লাগাম ছাড়িয়েছে। প্রত্যেক দিনই আক্রান্তের সংখ্যা আগের রেকর্ডকে পিছনে ফেলছে। রাজনৈতিক জগত থেকে বিনোদন, ক্রীড়া জগত থেকে সাধারণ মানুষ-করোনার থাবা পড়ছে সর্বত্রই। এরইমধ্যে করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বাবা ও মা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ ধোনির করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
বুধবারই ধোনির বাবা মা’র করোনা রিপোর্ট পজিটিভ আসে।রাঁচির এক বেসরকারি পালস সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।হাসপাতাল সূত্র জানানো হয়েছে, দুজনের রক্তে অক্সিজেনের মাত্রা আপাতত নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।কিন্তু এই প্রয়োজনের মুহূর্তে পরিবারের সঙ্গে থাকতে পারলেন না ধোনি। বর্তমানে চলতি আইপিএল ২০২১ এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ধোনি। তিনিই ওই দলের অধিনায়ক। কাজেই পরিবারের লোকজনদের থেকে দূরে রয়েছেন থাকতে হচ্ছে তাঁকে।