দেশে বিপর্যয় মোকাবিলার নিষেধাজ্ঞা তো উঠেছে, তবে মাস্ক থেকে ছুটি মিলবে কবে ভারতবাসীর? জানালেন সরকারি আধিকারিক

নিউজ ডেস্কঃ দেশে বিগত দুবছর থেকে করোনা মোকাবিলার জন্য একাধিক আইন লাগু থাকার ফলে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।বর্তমানে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন।স্বাভাবিকের দিকে আরও এক ধাপ এগিয়েছে ভারত।তাই সব নিষেধাজ্ঞা এবার উঠে যাচ্ছে।গত কয়েক সপ্তাহ ধরে করোনা সংক্রমিতের দৈনিক সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে চিঠি লিখে বিপর্যয় মোকাবিলা আইনের বিধান প্রত্যাহারের কথা জানান। ৩১ মার্চ থেকে এই আইন আর লাগু থাকবে না দেশে।
এর মাঝেই প্রশ্ন উঠছে , তবে কি মাস্ক ছাড়াই আমরা বাঁচতে পারব,ফিরে পাব পুরনো সেই জীবন?এই বিষয়ে উত্তর দিলেন এক সরকারি আধিকারিক।তিনি বলেন কোভিড সংক্রমণ রোধে মাস্ক পরা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংক্রান্ত কোনও ঘোষণা না করছে যে মহামারী শেষ হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত মাস্ক বাধ্যতামুলক থাকবে।এখনও জারি রয়েছে মাস্ক পরার নিয়ম।